এক কুৎসিত ইঙ্গিত করে নেটিজ়েন যা লিখেছেন, তা এই প্রতিবেদনে লেখার অযোগ্য। অভিনেত্রী নিজের ছন্দে নাচছিলেন 'প্রেমিকা নে পেয়ার সে' গানের তালে। একজন নেটিজ়েন শ্রাবন্তীর হাসি (পড়ুন স্মাইল) খুঁজছিলেন।
কেউ লিখেছেন, তাঁকে সেই হলুদ পোশাকে এক্কেবারেই ভাল লাগছে না দেখতে।
'...আপনার তো সব,' হলুদ জামার সঙ্গে নাচার ভিডিয়ো পোস্ট হতেই বিশ্রীভাবে ট্রোলড শ্রাবন্তী!
শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়।
শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়। বারবারই তাঁকে নিয়ে কাটাছেঁড়া করেছে নিন্দুকের একটা বড় দল। অভিনেত্রীর ব্যক্তিজীবন হয়ে উঠেছে নেটিজ়েনদের কাছে মুখরোচক বিষয়। বারবারই তাঁকে কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করা হয়েছে। এবার একটা সামান্য ভিডিয়ো পোস্ট করেই বিপাকে ফেলার চেষ্টা করা হয়েছে শ্রাবন্তীকে।
কিছুই নেই ভিডিয়োটিতে। হলুদ রঙের সেমি ফর্মাল একটি শার্ট এবং কালো ট্রাইজ়ার্স পরে শ্রাবন্তী নাচছিলেন সবুজে মোড়া মাঠে। চারপাশে সবুজ গাছপালা। ফুরফুরে হাওয়া বইছে সেখানে। দেখেই বোঝা যায়, অভিনেত্রী বেড়াতে গিয়েছেন। যদিও তাঁর ভ্রমণ স্থলের কথা একফোঁটাও উল্লেখ করেননি পোস্টে। তা নিয়ে কারও তেমন মাথাব্যথাও নেই। মাথাব্যথা অন্য বিষয়ে। অভিনেত্রী কেন কোনও ক্লোজ়আপ ছবি দেননি।
Post A Comment:
0 comments so far,add yours