পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচের ঘটনা। পাঁচ উইকেট নিয়ে নায়ক হয়ে উঠেছিলেন। তাঁর টিমের তখন ব্যাটিং চলছে। এমন সময় দেখা যায় সিগারেট হাতে ইমাদ ওয়াসিম। একটু করে টানছেন, আর লুকোনোর চেষ্টা করছেন। যদিও ক্যামেরার থেকে লুকোতে পারেননি। পাকিস্তান জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার।
বিগ ব্যাশ, পিএসএলের পাশাপাশি অন্যান্য দেশের নানা ফ্র্যাঞ্চাইজি লিগেও জনপ্রিয় ক্রিকেটার ইমাদ। তাঁর এমন আচরণ অবাক করার মতোই।
ভিডিয়োয় ধরা পড়ল ড্রেসিংরুমে ধূমপান! PSL-এর পুরো নাম পাকিস্তান স্মোকিং লিগ!
বিতর্কে এ বার পাকিস্তান সুপার লিগ। অনেকে পিসএল-এর পুরো নাম পাকিস্তান স্মোকিং লিগও বলছেন। এমনটা বলারই কথা। ক্রীড়াবিদদের অনেক শৃঙ্খলাবদ্ধ জীবন কাটাতে হয়। কেরিয়ার দীর্ঘ করতে ফিটনেস জরুরি। আর ধূমপান যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ তো বাচ্চারাও জানেন। পাকিস্তানের বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম কি সেটা জানেন না? তাঁর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ছিঃ ছিঃ রব উঠেছে। বিস্তারিত জেনে নিন
পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচের ঘটনা। পাঁচ উইকেট নিয়ে নায়ক হয়ে উঠেছিলেন। তাঁর টিমের তখন ব্যাটিং চলছে। এমন সময় দেখা যায় সিগারেট হাতে ইমাদ ওয়াসিম। একটু করে টানছেন, আর লুকোনোর চেষ্টা করছেন। যদিও ক্যামেরার থেকে লুকোতে পারেননি। পাকিস্তান জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার। বিগ ব্যাশ, পিএসএলের পাশাপাশি অন্যান্য দেশের নানা ফ্র্যাঞ্চাইজি লিগেও জনপ্রিয় ক্রিকেটার ইমাদ। তাঁর এমন আচরণ অবাক করার মতোই।
পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডে খেলেন ইমাদ। তাঁর পাঁচ উইকেটের সৌজন্যেই প্রতিপক্ষ মুলতান সুলতানকে মাত্র ১৫৯/৯ স্কোরে আটকে রাখে ইসলামাবাদ। ম্যাজিক্যাল স্পেলের পরই ড্রেসিংরুমে সেই ঘটনা। প্রথম দর্শনে বুঝতে অসুবিধে হতে পারে। ক্যামেরা জুম করতেই পরিষ্কার ধরা পড়ে, ধূমপান করছেন ইমাদ ওয়াসিম।
Post A Comment:
0 comments so far,add yours