মথুরাপুর ঘোড়াদল বাজারের জনসভা থেকে নির্দলের প্রধান সহ বিজেপি ও আইএসএফ থেকে প্রায় ২০০ জন কর্মি যোগ দিলেন তৃণমূলে।
লোকসভা নির্বাচন উপলক্ষে সোমবার সকালে বৃষ্টি উপেক্ষা করে চলছে তৃণমূলের নির্বাচনী জনসভা,মন্দির বাজার বিধানসভার লক্ষীনারায়নপুর দক্ষিণ অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে ঘোড়াদল বাজারে নির্বাচনী জনসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। মথুরাপুর লোকসভা কেন্দ্রের পার্থি বাপি হালদারের সমর্থনে নির্বাচনী জনসভা হয়, তবে সোমবার দিন সকাল ৬টা থেকে আকাশ মেঘলা থাকলেও সকাল ৯টা থেকে অতিরিক্ত বৃষ্টি শুরু হয়, সেই বৃষ্টি উপেক্ষা করে মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদারের সমর্থনে চলে নির্বাচনী জনসভা।
এই জনসভায় উপস্থিত হয় ১ হাজার তৃণমূল কর্মি,এই জনসভায় মথুরাপুর লোকসভার কেন্দ্রের পার্থি বাপি হালদারের হাত ধরে বিজেপি,আইএসএফ,এবং নির্দল থেকে প্রায় ২০০ জন কর্মী ও প্রধান যোগ দেন।। লক্ষীনারায়নপুর দক্ষিণ অঞ্চলে নির্দলের প্রধান খয়রন লস্কর ও
যুব বিজেপির মিডিয়া ইনচার্জ বাপ্পা রুইদাস,এবং প্রায় ২০০ জন ISF কর্মি বাপি হালদারের হাত ধরে যোগ দেন।এই জনসভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার তৃণমূলের প্রার্থী বাপি হালদার,উপস্থিত ছিলেন মন্দির বাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার সহ ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অঞ্চল সভাপতি সহ বহু তৃণমূল নেতৃত্ব।
Post A Comment:
0 comments so far,add yours