এ বার ইয়েলোব্রিগেডের এক তরুণ তুর্কি পড়লেন চোটের কবলে। গত মরসুমে তিনি ছিলেন ধোনির দলের অন্যতম সেরা বোলিং অস্ত্র। নিজের হাতে ধোনি সেই সেরা অস্ত্রে শান দিয়েছিলেন। এ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মরসুম শুরু হওয়ার আগে তারকা পেসারকে নিয়ে চিন্তায় সিএসকের মাস্টারমাইন্ড ধোনি।
IPL 2024: নিজের হাতে অস্ত্রে শান দিয়েছিলেন, IPL এর আগে পেসারকে নিয়ে চিন্তায় CSK র মাস্টারমাইন্ড ধোনি
IPL 2024: নিজের হাতে অস্ত্রে শান দিয়েছিলেন, IPL এর আগে পেসারকে নিয়ে চিন্তায় CSK র মাস্টারমাইন্ড ধোনি
কলকাতা: আইপিএল (IPL) যত এগিয়ে আসছে, চেন্নাই সুপার কিংস শিবিরে যেন চোট-আঘাতের সমস্যা বেড়ে চলেছে। আগেই জানা গিয়েছিল, নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভন কনওয়ে চোটের কারণে এ বারের আইপিএলের প্রথম পর্বে নেই। তাঁর বুড়ো আঙুলের চোটের অস্ত্রোপচার হবে। সেখান থেকে সেরে উঠতে তাঁর প্রায় ৮ সপ্তাহ সময় লাগবে। ততদিনে হয়তো আইপিএল শেষের পথে। এ বার ইয়েলোব্রিগেডের এক তরুণ তুর্কি পড়লেন চোটের কবলে। গত মরসুমে তিনি ছিলেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দলের অন্যতম সেরা বোলিং অস্ত্র। নিজের হাতে ধোনি সেই সেরা অস্ত্রে শান দিয়েছিলেন। এ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মরসুম শুরু হওয়ার আগে তারকা পেসারকে নিয়ে চিন্তায় সিএসকের (CSK) মাস্টারমাইন্ড ধোনি।
শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানার বাঁ পায়ে গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে আজ শনিবার দুপুর ২টো ৩০ মিনিটে রয়েছে শ্রীলঙ্কার তৃতীয় টি-২০। তার আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মাথিশা পাথিরানার চোটের খবর জানানো হয়েছে। লঙ্কান পেসার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের সময় চোট পেয়েছিলেন। তার ফলে দ্বিতীয় টি-২০ ম্যাচে নিজের পুরো কোটার বোলিং করতে পারেননি পাথিরানা। এই লঙ্কান তারকা আইপিএলে খেলেন চেন্নাই সুপার কিংসে। ফলে তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট আসন্ন আইপিএলের আগে ভাবাচ্ছে সিএসকে শিবিরকে।
গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের তৃতীয় সর্বাধিক উইকেট শিকারী বোলার ছিলেন মাথিশা পাথিরানা। ২০২২ সালে তাঁর আইপিএল অভিষেক হয়েছিল। সে বার ২টো ম্যাচে ২টি উইকেট পেয়েছিলেন মাথিশা পাথিরানা। আর ২০২৩ সালের আইপিএলে তিনি ১২টি ম্যাচে নিয়েছিলেন ১৯টি উইকেট। একাধিক ম্যাচে ধোনি ভরসা দেখিয়েছিলেন মাথিশা পাথিরানার উপর। এ বার তাঁর হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তাই চাপে পড়ল সিএসকে।
Post A Comment:
0 comments so far,add yours