১৩ মে থেকে ওড়িশায় লোকসভা ভোট। একইসঙ্গে ২১ আসনের লোকসভা ভোটের পাশাপাশি ১৪৭ আসনের বিধানসভাতেও ভোট হবে। চার দফায় ভোট এখানে। ২০২৪ লোকসভা ভোটে ওড়িশায় একাই লড়বে বলে জানিয়ে দিল বিজেপি।

নবীন পট্টনায়কের বিজেডির সঙ্গে জোট নয়, বিজেপি একাই লড়ছে ওড়িশায়
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


ওড়িশা: নবীন পট্টনায়কের বিজু জনতা দল বা বিজেডির সঙ্গে বিজেপির জোট হবে কি না, তা নিয়ে দীর্ঘ জল্পনায় অবশেষে ইতি। ২০২৪ লোকসভা ভোটে ওড়িশায় একাই লড়বে বলে জানিয়ে দিল বিজেপি। শুক্রবার রাজ্যের বিজেপি সভাপতি মনমোহন সামল এক্স হ্যান্ডেলে লেখেন, ‘৪.৫ কোটি ওড়িশাবাসীর আশা, অভিলাষা, আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত তথা বিকশিত ওড়িশার লক্ষ্যে এবার বিজেপি ওড়িশায় লোকসভার ২১ আসনে একাই লড়াই করবে। ১৪৭টি বিধানসভা আসনেও একাই লড়বে এবং জিতবে।’

একইসঙ্গে রাজ্যের বিজেপি সভাপতি দাবি করেন, ওড়িশার সর্বত্র মোদী সরকারের জনকল্যাণ প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে না। মনমোহন সামলের দাবি, ‘ওড়িশার গরিব ভাই বোনেরা মোদী সরকারের বহু জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এটা নিয়ে চিন্তিত।’


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours