সচিনের মতো সম্মান পাক বিরাট’, চাইছেন ভারতের প্রাক্তন অধিনায়ক
ছেলে অকায় কোহলির জন্মের জন্য দেশের মাটিতে কয়েকদিন আগে শেষ হওয়া ৫ টেস্টের সিরিজে বিরাট খেলেননি। তারপর থেকে বিরাটকে নিয়ে নানা জল্পনা চলছে। অনেকেই বলছেন, বিরাটকে ছাড়াই আগামী টি-২০ বিশ্বকাপে নামবে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে দেশের এক প্রাক্তন অধিনায়ক সরাসরি বলছেন, 'ভারত বিশ্বকাপ জিততে চাইলে বিরাটকে স্কোয়াডে রাখতেই হবে।'

'সচিনের মতো সম্মান পাক বিরাট', চাইছেন ভারতের প্রাক্তন অধিনায়ক

সচিনের মতো সম্মান পাক বিরাট', চাইছেন ভারতের প্রাক্তন অধিনায়ক

আইপিএল যত এগিয়ে আসছে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে ক্রমশ ধোঁয়াশা যেন বেড়েই চলেছে। তিনি কি সত্যিই এ বারের আইপিএলে খেলবেন না? উঠছে সেই প্রশ্নও। এই পরিস্থিতিতে অবশ্য বিরাট কোহলিকে বাদ দিয়ে টি-২০ বিশ্বকাপ ভাবার কথাটাই ভাবতে নিষেধ করছেন দেশের এক প্রাক্তন অধিনায়ক। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালের পর দীর্ঘ ১ বছর ভারতের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলেননি কোহলি। এ বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই জানুয়ারিতে আফগানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ফেরানো হয়। আফগানদের বিরুদ্ধে ২টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন বিরাট কোহলি। ১৭ জানুয়ারি শেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন তিনি। ছেলে অকায় কোহলির জন্মের জন্য দেশের মাটিতে কয়েকদিন আগে শেষ হওয়া ৫ টেস্টের সিরিজে বিরাট খেলেননি। তারপর থেকে বিরাটকে নিয়ে নানা জল্পনা চলছে। অনেকেই বলছেন, বিরাটকে ছাড়াই আগামী টি-২০ বিশ্বকাপে নামবে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে দেশের এক প্রাক্তন অধিনায়ক সরাসরি বলছেন, ‘ভারত বিশ্বকাপ জিততে চাইলে বিরাটকে স্কোয়াডে রাখতেই হবে।’

বিরাটকে ছাড়া আগামী টি-২০ বিশ্বকাপের কথা ভাবতে পারছেন না তিরাশির বিশ্বকাপজয়ী তারকা কৃষ্ণামাচারি শ্রীকান্ত। তিনি বলেছেন, ‘বিরাট কোহলিকে ছাড়া টি-২০ বিশ্বকাপ এক্কেবারে অসম্ভব। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতকে নিয়ে গিয়েছিল ও। বিরাট টুর্নামেন্টের সেরা হয়েছিল। কারা এই সব কথা (বিরাটকে ছাড়া বিশ্বকাপের টিম গড়বে ভারত) বলছে? এই গুঞ্জন যাঁরা ছড়াচ্ছে, তাঁদের কি আর কোনও কাজ নেই? ভিত্তিহীন সব কথাবার্তা। ভারত যদি টি-২০ বিশ্বকাপ জিততে চায়, তা হলে বিরাট কোহলিকে অবশ্যই স্কোয়াডে রাখতে হবে।’

কোহলিকে ছাড়া বিশ্বকাপের কথা ভাবতেই পারছেন না শ্রীকান্ত। একইসঙ্গে তিনি বলেছেন, ‘টি-২০ বিশ্বকাপ হোক আর ওডিআই বিশ্বকাপ ভারতের বিরাটের মতো একজন ক্রিকেটারকে প্রয়োজন। ওকে ছাড়া ভারতীয় টিম বিশ্বকাপ খেলতে যেতে পারে না। বিরাটকে ১০০ শতাংশ দরকার।’ এরপরই নিজের ইউটিউব শো-তে শ্রীকান্ত বলেন, ‘২০১১ সালে সচিন তেন্ডুলকরকে যে সম্মান দেওয়া হয়েছিল, বিরাট কোহলিকেও সেই সম্মানটা যেন দেওয়া হয়। ভারতীয় ক্রিকেট টিমের বিরাটের জন্য বিশ্বকাপ জেতা উচিত। বিরাট কোহলির জন্যও সেটা দারুণ ব্যাপার হবে।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours