ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স। অবশেষে জাতীয় দলের দরজা খুলেছিল সরফরাজ খানের। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে নজর কেড়েছেন। কেরিয়ারের প্রথম টেস্টে দু-ইনিংসেই হাফসেঞ্চুরি করেছিলেন। অতীতে ভাইয়ের সঙ্গে রঞ্জি দলে একসঙ্গে খেলেছেন। টেস্ট অভিষেকের পরই ভিডিয়ো কলে মুশিরকে বলেছিলেন, এক দিন জাতীয় দলেও একসঙ্গে খেলবেন।


ক্ষুধার্ত বাঘ! ভাইয়ের জন্য বিশেষ বার্তা সরফরাজ খানের


এই নিয়ে ৪২ বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই। ট্রফির সঙ্গে অবশ্য দূরত্ব ক্রমশ বাড়ছিল তাদের। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে অনবদ্য ব্যাটিং করে বিদর্ভ। আজকের দিনটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে স্পেশাল। ২০০১ সালে ইডেন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহাকাব্যিক জুটি গড়েছিলেন ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়। বিদর্ভের দুই ব্যাটার অক্ষয় ওয়াদকর ও যশ দুবে যেন তেমন কিছুই চাইছিলেন। শেষ অবধি চ্যাম্পিয়ন মুম্বই। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ১৯ বছরের মুশির খান। রঞ্জি জয়ের মাঝেই এল সদ্য টেস্ট অভিষেক হওয়া দাদা সরফরাজ খানের বিশেষ বার্তা। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স। অবশেষে জাতীয় দলের দরজা খুলেছিল সরফরাজ খানের। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে নজর কেড়েছেন। কেরিয়ারের প্রথম টেস্টে দু-ইনিংসেই হাফসেঞ্চুরি করেছিলেন। অতীতে ভাইয়ের সঙ্গে রঞ্জি দলে একসঙ্গে খেলেছেন। টেস্ট অভিষেকের পরই ভিডিয়ো কলে মুশিরকে বলেছিলেন, এক দিন জাতীয় দলেও একসঙ্গে খেলবেন। সেই দিন আসতে হয়তো অনেক দেরি। তবে রঞ্জি ট্রফি ফাইনালের মঞ্চে সেঞ্চুরি এবং বল হাতেও অবদান, মুশিরকে প্রচারের আলোয় রাখবে, এ বিষয়ে সন্দেহ নেই।

রঞ্জি ফাইনালে সচিন তেন্ডুলকরের সামনে তাঁরই রেকর্ড ভেঙেছেন মুশির খান। মুম্বইয়ের হয়ে সবচেয়ে কম বয়সে রঞ্জি ফাইনালে সেঞ্চুরির রেকর্ড ছিল সচিনের। মুশির সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। মুশিরের পারফরম্যান্সে মুগ্ধ নতুন ৩৬০ ডিগ্রি সূর্যকুমার যাদবও। তাঁর পাশাপাশি ভাইয়ের পারফরম্যান্সকে প্রশসংসায় ভরিয়ে দিয়েছেন সরফরাজ খান। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন-পরিশ্রম, আবেগের ফল। ক্ষুধার্ত বাঘ।

বিদর্ভর বিরুদ্ধে ফাইনালের প্রথম ইনিংসে অবশ্য রান পাননি মুশির। কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি মেরেছিলেন। ফাইনালে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের ঝকঝকে ইনিংস। দুটি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছেন মুশির। ফাইনালে সেরার পুরস্কারও জিতেছেন। কতটা ক্ষুধার্ত, এর থেকেই যেন বোঝা যায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours