সূত্রের খবর, ঘাটাল আসনে সিপিআই বরাবর লড়াই করে। তবে এবার তা ছেড়ে দিতে অনুরোধ করা হয়েছে সিপিএমের তরফে। ওদিকে আরএসপিকে জয়নগর ছাড়ার আর্জি জানিয়েছে বামফ্রন্টের বড় শরিক সিপিআইএম। আরএসপির বক্তব্য, তারা ছাড়লে দক্ষিণ ২৪ পরগনার ওই আসনে কে লড়বে, তা স্পষ্ট করে জানাতে হবে। তারপরেই ভাবনাচিন্তা করবে।
বাম শরিকরা 'কৃপা' না করলে জোটের-জট কাটাতে পারবে সিপিএম?
অধীর চৌধুরী, মহম্মদ সেলিম ও নওশাদ সিদ্দিকী।
জোটের জট যেন কাটছেই না। রবিবার একাধিক বৈঠকেও আসন সমঝোতা নিয়ে রফা সূত্র অধরা বলেই সূত্রের খবর। সূত্রের দাবি, সিপিএম বাম-শরিকদের কাছে একটি করে আসন ছাড়ার আবেদনও জানায়। সূত্রের খবর, পুরুলিয়া আসনটি ছাড়তে বলা হয়েছে ফরওয়ার্ড ব্লককে। বরাবর বামফ্রন্টের তরফে পুরুলিয়া আসন লড়ে ফরওয়ার্ড ব্লক।
সূত্রের খবর, ঘাটাল আসনে সিপিআই বরাবর লড়াই করে। তবে এবার তা ছেড়ে দিতে অনুরোধ করা হয়েছে সিপিএমের তরফে। ওদিকে আরএসপিকে জয়নগর ছাড়ার আর্জি জানিয়েছে বামফ্রন্টের বড় শরিক সিপিআইএম। আরএসপির বক্তব্য, তারা ছাড়লে দক্ষিণ ২৪ পরগনার ওই আসনে কে লড়বে, তা স্পষ্ট করে জানাতে হবে। তারপরেই ভাবনাচিন্তা করবে।
তবে ওই আসনগুলি ছাড়ার বিষয়ে এখনও রাজি নয় শরিকরা। সে কারণেই আজকের আলিমুদ্দিন স্ট্রিটের বৈঠক নিষ্ফলা বলে খবর। সূত্রের খবর, শরিকরা আসন ছাড়তে রাজি না হলে কংগ্রেসের সঙ্গে জোটের জন্য ‘আত্মত্যাগ’ করতে হবে বড় শরিক সিপিএমকেই।
সূত্রের খবর, আইএসএফ, কংগ্রেসের সঙ্গে এখনও আলোচনা চলছে। কংগ্রেসকে ১০-১২টি ও আইএসএফকে দুই থেকে তিনটি আসন ছাড়ার সম্ভাবনা রয়েছে। ডায়মন্ড হারবার, বারাসত ও উলুবেড়িয়ার মধ্যে দু’টি আসন দেওয়া হতে পারে আইএসএফকে। এখনও পর্যন্ত ১৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। ১৩টিতে সিপিএম, দু’টি আরএসপি, একটি করে আসনে ফরওয়ার্ড ব্লক ও সিপিআই প্রার্থীর নাম ঘোষণা হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours