গত লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে দেখা গিয়েছিল, কলকাতায় ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৫১টি ওয়ার্ডে শাসকদলের থেকে বিরোধীরা এগিয়ে। যার মধ্যে ৪৭টিতে বিজেপি এবং ৪টিতে বামেরা এগিয়ে ছিল। এতগুলি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে যাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন দলনেত্রী।

'বসে থাকলে চলবে না...', ইফতারের ফাঁকেই কাউন্সিলরদের থেকে সব 'হিসেব' বুঝে নিলেন মমতা
পার্ক সার্কাসের ইফতারে মমতা


লোকসভা নির্বাচন আসন্ন। তাই কলকাতার কাউন্সিলরদের কাছে পেয়ে ওয়ার্ডে ওয়ার্ডে কী পরিস্থিতি তা জেনে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওরকমভাবে অসতর্ক হওয়া চলবে না, এমনই নির্দেশ দিলেন কাউন্সিলরদের। বৃহস্পতিবার পার্ক সার্কাসে ইফতারের মঞ্চে উপস্থিত ছিলেন মমতা। সঙ্গে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, ডেরেক ও ব্রায়েনের মতো নেতা-মন্ত্রীরা। সেখানেই একাধিক ওয়ার্ডের কাউন্সিলরদের সামনে দেখে বেশ কিছু বিষয়ে আলোচনা করেন মমতা।


সূত্রের খবর, এদিন মঞ্চে উপস্থিত মেয়রের সামনেই দলনেত্রী জানতে চান ওয়ার্ডে কেমন কাজকর্ম চলছে। গত লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে দেখা গিয়েছিল, কলকাতায় ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৫১টি ওয়ার্ডে শাসকদলের থেকে বিরোধীরা এগিয়ে। যার মধ্যে ৪৭টিতে বিজেপি এবং ৪টিতে বামেরা এগিয়ে ছিল। এতগুলি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে যাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন দলনেত্রী। তাই এবার ভোটের আগে দলীয় জনপ্রতিনিধিদের সতর্ক করলেন মমতা। ওয়ার্ডগুলিতে কী অবস্থা হয়ে রয়েছে, তার ঠিকুজি জেনে নেওয়ার চেষ্টা করলেন তিনি।

সূত্রের খবর, নির্বাচনে ওয়ার্ডগুলির পরিস্থিতি নিয়ে এদিন কার্যত পাঠ দিয়েছেন নেত্রী। ভোটের আগে ওয়ার্ডগুলিতে যাতে ভালভাবে কাজ হয়, সেই বার্তাই দিয়েছেন মমতা। কোনওরকম খামতি রাখা যাবে না বলেও তিনি নির্দেশ দিয়েছেন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours