ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র ওয়াসিম জাফর। তাঁরই ভাইঝি ফাতিমা জাফর। উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণে তাঁকে অকশনে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শুক্রবার শুরু হচ্ছে WPL-এর দ্বিতীয় সংস্করণ। প্রথম ম্যাচেই নামছে মুম্বই ইন্ডিয়ান্স। শুক্রবারই হয়তো নতুন তারকাকে দেখা যেতে পারে। ফাতিমা জাফরের উঠে আসা ক্রিকেট পরিবার থেকেই। ওয়াসিম জাফরের কথা আগেই বলা হয়েছে। শুধু তাই নয়, তাঁর দাদা আরমান জাফরও ক্রিকেটার।
এক হাতে স্পিন, আর এক হাতে পেস! MI-এর নতুন চমক
সব্যসাচী বোলার বাংলাতেও রয়েছে। বাংলা পুরুষ দলে। ভারতীয় ক্রিকেটে হাতে গোনা কয়েকজনই এমন বোলার উঠে এসেছেন। যাঁরা প্রয়োজন অনুযায়ী ডান হাতে কিংবা বাঁ হাতে বোলিং করেন। কিন্তু এক হাতে স্পিন, আর এক হাতে পেস! মেয়েদের ক্রিকেটে অন্তত মনে করা কঠিন। মুম্বই ইন্ডিয়ান্সে এমনই একজন ক্রিকেটার রয়েছেন। ফাতিমা জাফর। তাঁর নানা পরিচয় রয়েছে। আপাতত তাঁর প্রথম পরিচয়, মুম্বই ইন্ডিয়ান্সের নতুন সদস্য। এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগে বড় চমক হতে চলেছেন ফাতিমা। এরও কারণ রয়েছে। বিস্তারিত জেনে নিন
ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র ওয়াসিম জাফর। তাঁরই ভাইঝি ফাতিমা জাফর। উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণে তাঁকে অকশনে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শুক্রবার শুরু হচ্ছে WPL-এর দ্বিতীয় সংস্করণ। প্রথম ম্যাচেই নামছে মুম্বই ইন্ডিয়ান্স। শুক্রবারই হয়তো নতুন তারকাকে দেখা যেতে পারে। ফাতিমা জাফরের উঠে আসা ক্রিকেট পরিবার থেকেই। ওয়াসিম জাফরের কথা আগেই বলা হয়েছে। শুধু তাই নয়, তাঁর দাদা আরমান জাফরও ক্রিকেটার। ফাতিমার বাবা কলিম জাফর মুম্বইয়ের অতি পরিচিত ক্রিকেট কোচ।
ফাতিমাকে নিয়ে কেন এত আলোচনা? তিনি ডানহাতি পেসার, বাঁ হাতি স্পিনার। এও আবার হয় নাকি! সেই কাহিনি ফাতিমা নিজেই শুনিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের ওয়েবসাইটে বলেন, ‘আমি মুম্বই দলে যোগ দিয়েছি পেসার হিসেবেই। তবে কেরিয়ারের প্রথম ম্যাচটা কিন্তু খেলেছিলাম বাঁ হাতি স্পিনার হিসেবেই।’ এর নেপথ্যেও কাহিনি রয়েছে। ফাতিমা বলেন, ‘আমার প্রথম ম্যাচটার কথা এখনও মনে পড়ে। টিমের চার স্পিনারের মধ্যে তিনজনের বিরুদ্ধেই চাকিংয়ের অভিযোগ ওঠে। আমার কোচ জানতেন, বাঁ হাতি স্পিন করতে পারি। তিনিই আমাকে সেই ম্যাচে স্পিন বোলিং করতে বলেন। বাঁ হাতি স্পিনার হিসেবে সেই প্রথম ম্যাচেই নিয়েছিলাম তিন উইকেট। পরের ম্যাচে পাঁচ উইকেট।’
উইমেন্স প্রিমিয়ার লিগেও কি দুই ভূমিকাতেই দেখা যেতে পারে! হয়তো। প্রচুর পরিশ্রম, প্র্যাক্টিস না করলে, এমনটা সম্ভব নয়। ২০২৩-এর উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে তিনি ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার। আর এ বার, দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। পরিশ্রমটা যেন এখান থেকেই ধরা পড়ে।
Post A Comment:
0 comments so far,add yours