উত্তর প্রদেশের কংগ্রেস কমিটির তরফেই এই পোস্টার লাগানো হয়েছে কানপুরের মল রোড, ক্যান্টনমেন্ট ও ঘণ্টাঘর সহ একাধিক জায়গায়। পোস্টারে রাহুল গান্ধীকে কৃষ্ণ ও অজয় রাইকে অর্জুনের ভূমিকায় দেখা গিয়েছে। আর এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

কৃষ্ণের মুখ কেটে বসানো রাহুলের ছবি, কাকে টেনে নিয়ে যাচ্ছেন রথে? পোস্টার ঘিরে তুমুল বিতর্ক
এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

কানপুর: কৃষ্ণের অবতারে রাহুল গান্ধী! হইচই পোস্টার ঘিরে। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন বয়কট করেছিল কংগ্রেস (Congress)। সেই দলেরই নেতাকে দেখা গেল কৃষ্ণ রূপে! ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে উত্তর প্রদেশে পৌঁছেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার কানপুরে পৌঁছন তিনি। তার আগেই শহর জুড়ে নজরে এল একটি পোস্টার। তাতে দেখা যাচ্ছে অর্জুন ও তাঁর সারথী কৃষ্ণ। তবে বদলে গিয়েছে মুখ। অর্জুনের জায়গায় রয়েছে উত্তর প্রদেশ কংগ্রেসের প্রধান অজয় রাই আর তাঁর রথের সারথী হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্কও।


উত্তর প্রদেশের কংগ্রেস কমিটির তরফেই এই পোস্টার লাগানো হয়েছে কানপুরের মল রোড, ক্যান্টনমেন্ট ও ঘণ্টাঘর সহ একাধিক জায়গায়। পোস্টারে রাহুল গান্ধীকে কৃষ্ণ ও অজয় রাইকে অর্জুনের ভূমিকায় দেখা গিয়েছে। আর এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।



রাহুলের এই বিতর্কিত পোস্টার ঘিরে বিপুল সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, যেখানে কংগ্রেস রাম মন্দিরের উদ্বোধনকে বয়কট করে, সেখানেই তারা কীভাবে মহাভারতের চরিত্রের সঙ্গে নিজেদের নেতার তুলনা টানতে পারে? যদিও কংগ্রেসের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মণিপুর থেকে শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা বর্তমানে উত্তর প্রদেশে পৌঁছেছে। মধ্য প্রদেশ হয়ে মহারাষ্ট্রে গিয়ে তা শেষ হবে। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে যোগীরাজ্যে কংগ্রেসের নড়বড়ে অবস্থান শক্ত করতেই ন্যায় যাত্রা নিয়ে পৌঁছেছেন রাহুল গান্ধী। বুধবারই ইন্ডিয়া জোটের সদস্য সমাজবাদী পার্টির সঙ্গে আসন রফাও হয়ে গিয়েছে কংগ্রেসের। উত্তর প্রদেশে ৮০টি আসনের মধ্য়ে মাত্র ১৭টি আসনে লড়বে কংগ্রেস।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours