রাহুল গান্ধীর ন্যায় যাত্রার আদলেই আলিপুরদুয়ার-জলপাইগুড়ির চা শ্রমিকদের নিয়ে পদযাত্রা হবে বাগানে বাগানে। ডুয়ার্সের সমস্ত চা বাগানে এই পদযাত্রা হবে। পদযাত্রায় যাঁরা সামিল হবেন তাঁরা বাগানে রাত্রিবাসও করবেন।

 লোকসভায় ‘উত্তর’ জয়ে নতুন স্ট্র্যাটেজি তৃণমূলের, ন্যায় যাত্রার আদলে নয়া কর্মসূচি
চর্চা রাজনৈতিক মহলে

শিলিগুড়ি: উত্তরে বিজেপির শক্ত ঘাঁটিতে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার ও কোচবিহারে জয়ের লক্ষ্যে চা বলয়ে টানা পদযাত্রার ঘোষণা তৃণমূলের। ১৯ ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ অবধি টানা বারো দিনের কর্মসূচি ঘোষণা করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। নয়া এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘চা শ্রমিক একতা যাত্রা’।  


রাহুল গান্ধীর ন্যায় যাত্রার আদলেই আলিপুরদুয়ার-জলপাইগুড়ির চা শ্রমিকদের নিয়ে পদযাত্রা হবে বাগানে বাগানে। ডুয়ার্সের সমস্ত চা বাগানে এই পদযাত্রা হবে। পদযাত্রায় যাঁরা সামিল হবেন তাঁরা বাগানে রাত্রিবাসও করবেন। এদিন শিলিগুড়িতে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায় বলেন, ৬ দিন আলিপুরদুয়ারে এবং ৫ দিন জলপাইগুড়িতে বাগানে বাগানে পদযাত্রা ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলবে। ১ মার্চ সমাবেশ হবে বানারহাটে। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours