শেষ ভালো যার, সব ভালো তার... রঞ্জিতে কেরিয়ারের শেষ ম্যাচে জয়ের মুখ দেখলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। মুকেশ কুমার, সুরজ সিন্ধু জয়সওয়ালরা ইডেনে বিহারের বিরুদ্ধে এক ইনিংস ও ২০৪ রানের বিরাট ব্যবধানে জিতল বাংলা। অবশ্য এই জয়ের ফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ হচ্ছে না বাংলার।

 রঞ্জি যাত্রা শেষ বাংলার, বিদায়ী ম্যাচে মনোজকে জয় উপহার মুকেশ-সুরজদের
রঞ্জি যাত্রা শেষ বাংলার, বিদায়ী ম্যাচে মনোজকে জয় উপহার মুকেশ-সুরজদের

কলকাতা: রবি-সকালে বিহারের বিরুদ্ধে রঞ্জিতে (Ranji Trophy 2024) প্রত্যাশিত জয় পেল বাংলা (Bengal)। ক্যাপ্টেন মনোজ তিওয়ারির বিদায়ী ম্যাচে জয় সাজিয়ে দিলেন মুকেশ কুমার, সুরজ সিন্ধু জয়সওয়ালরা। রবিবার সকালে বিহারের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল ১১২ রানে। যার ফলে এক ইনিংস ও ২০৪ রানের বিরাট ব্যবধানে জিতল বাংলা।


দ্বিতীয় দিনের শেষে বিহার ছিল ১ উইকেটে ৩২ রানে। বাংলা ২৮৪ রানে এগিয়ে ছিল। রবিবার একের পর এক উইকেট হারাতে থাকে বিহার। চতুর্থ উইকেটে গনি ও বিপিন ছাড়া কোনও জুটি দাগ কাটতে পারেননি। গনি-বিপিন জুটিতে ৫০ রান যোগ করেন স্কোরবোর্ডে। দুই পেসারে ভর করে বিহারকে হারিয়ে দিল বাংলা। রাজকোট থেকে ইডেনে এসে বাংলার হয়ে এ বারের রঞ্জি ট্রফির শেষ ম্যাচ খেললেন মুকেশ। বিহারের কোনও ক্রিকেটার দুই ইনিংসে ব্যক্তিগত ৫০ রানও করতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে বিহারের হয়ে সর্বাধিক রান এস গনির (২৮)। ৯ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে মোট ৬টি উইকেট নেন মুকেশ কুমার। ১২.১ ওভারে ৩৪ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। দুই ইনিংস মিলিয়ে মোট ১০টি উইকেট নিয়েছেন মুকেশ। এ বার তিনি রাঁচি টেস্টের আগে ভারতীয় টিমে যোগ দেবেন।


শনিবার বাংলা টিমের সতীর্থরা মনোজ তিওয়ারিকে গার্ড অব অনার দেন। নিজের সোশ্যাল মিডিয়া সাইট X এ মনোজ সেই ভিডিয়ো শেয়ার করেছেন।


বিহারকে হারানোর পর বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি সোশ্যাল মিডিয়া সাইট X এ লেখেন, ‘শেষ বার… ক্রিকেটকে মিস করব। আমার সকল অনুরাগীদের ধন্যবাদ। তোমাদের আনন্দ দিতে পেরেছি। বিদায় ২২ গজ।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours