অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের নিমন্ত্রণ পৌঁছে গেছে সাগরমেলায় আসা নাগাসাধুদের কাছে, নিমন্ত্রণ পেয়ে খুশি নাগা সাধুরা

৮ ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে সাগরমেলা। সাগরমেলার অন্যতম আকর্ষণ নাগাসাধু। ইতিমধ্যে মেলায় পৌঁছে গিয়েছেন সাধুদের দল। কপিলমুনি মন্দিরের পাশে স্থায়ী আখড়াতে বসে পড়েছেন নাগারা। এরইমধ্যে আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের। প্রতিষ্ঠা হবে রামলালার।


 ওইদিন দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী অযোধ্যায় উপস্থিত থাকবেন। ওইদিন উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ পৌঁছে গেছে সাগরমেলায় আসা নাগাসাধুদের কাছে। নিমন্ত্রণপত্রের পাশাপাশি পৌঁছেছে অযোধ্যার প্রসাদী চাল। নিমন্ত্রণ পেয়ে খুশী সাধুদের দল। সাগরমেলা শেষ হবে ১৭ জানুয়ারি। ওইদিনই অযোধ্যার উদ্দেশ্যে রওনা হবেন সাধুদের দল। ভারতবর্ষের সাধুদের কাছে রাম বড় আবেগ। অবশেষে সেই রামমন্দিরের উদ্বোধন হওয়ায় মোদিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours