শীতের মরশুমে অকাল বৃষ্টিতে ভিজছে সুন্দরবনের উপকূলীয় এলাকা
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ১৮ ই জানুয়ারী বৃহস্পতিবার সকাল থেকেই সুন্দরবনের উপকূলীয় এলাকা জুড়ে শুরু হয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত। সকাল থেকেই সুন্দরবনের গঙ্গাসাগর,নামখানা, কাকদ্বীপ, বকখালি, পাথরপ্রতিমা সহ একাধিক উপকূলীয় এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত। অন্যদিকে এই সকল উপকূলীয় এলাকায় সকাল থেকে বইছে উত্তরের শীতল বাতাস। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। একদিকে হালকা মাঝারি বৃষ্টি অন্যদিকে উত্তরের বাতাস দুয়ে মিলিয়ে উপকূলীয় এলাকা জুড়ে যথেষ্ট শীতল আবহাওয়া।
শুক্রবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানা যাচ্ছে। তবে ভারী বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই বলেও জানা গিয়েছে, এর পাশাপাশি বৃহস্পতিবার গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রচুর সংখ্যক পুণ্যার্থী সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার মাধ্যমে
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours