ভোররাতে ডায়মন্ড হারবারের নেতাড়া স্টেশন সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি চামড়ার কারখানা,খাবারের হোটেল সহ ১৫টির বেশি দোকান।
২০ই জানুয়ারি শনিবার ভোররাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের নেতাড়া স্টেশন সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি চামড়ার কারখানা, খাবারের হোটেল সহ ১৫টির বেশি দোকান। খবর পেয়ে ডায়মন্ড হারবার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হোটেলের ভেতরে থাকা একাধিক গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। হতাহতের কোন ঘটনা ঘটেনি,শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়াবে বলে দাবি স্থানীয়দের। ভোর তিনটে নাগাদ প্রথম আগুন লাগে ফলের দোকানে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের খাবারের হোটেলে। স্থানীয়রা বালতিতে করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও কোন লাভ হয়নি
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours