বীরেন্দ্র সেওয়াগের ভক্ত স্বস্তিক। তাঁর খেলার ধরন কেমন হতে পারে, এ আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। ১৯ বছরের স্বস্তিক আইপিএলের নিলামের তালিকায় রয়েছেন। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে মীরাট ম্যাভেরিক্সে খেলেন স্বস্তিক। তাঁর বিধ্বংসী ব্যাটিং অভিজ্ঞ বোলারদেরও স্নায়ুর চাপ বাড়িয়ে দেয়। এমনকি বিশ্বের অন্যতম সেরা পেসার ভুবনেশ্বর কুমারকেও রেয়াত করেননি স্বস্তিক। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে তিনটি সেঞ্চুরিও করেছেন।


 এর 'কার্টে' রিঙ্কুর রাজ্যের তরুণ বিধ্বংসী ব্যাটার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হুড়োহুড়ি পড়তে পারে রিঙ্কুর রাজ্যের এক বিধ্বংসী ব্যাটারকে নিয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটই পছন্দ। তাঁর নাম স্বস্তিক চিকারা। মাত্র ১৬ বছর বয়স থেকেই তাক লাগিয়ে দিচ্ছেন। উত্তরপ্রদেশ থেকে ভারতীয় ক্রিকেটে অনেক তারকাই উঠে এসেছেন। বর্তমানে আকর্ষণের কেন্দ্র অবশ্যই রিঙ্কু সিং। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সে খেলেন। দীর্ঘ সময় ধরে কেকেআরে থাকলেও গত মরসুমে ধারাবাহিক সুযোগ পেয়েছেন। তা কাজেও লাগিয়েছেন। রিঙ্কুর রাজ্যের আর এক বিধ্বংসী ক্রিকেটারও উঠে আসছেন। এক দলে কি খেলতে দেখা যেতে পারে? বিস্তারিত রইল 
বীরেন্দ্র সেওয়াগের ভক্ত স্বস্তিক। তাঁর খেলার ধরন কেমন হতে পারে, এ আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। ১৯ বছরের স্বস্তিক আইপিএলের নিলামের তালিকায় রয়েছেন। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে মীরাট ম্যাভেরিক্সে খেলেন স্বস্তিক। তাঁর বিধ্বংসী ব্যাটিং অভিজ্ঞ বোলারদেরও স্নায়ুর চাপ বাড়িয়ে দেয়। এমনকি বিশ্বের অন্যতম সেরা পেসার ভুবনেশ্বর কুমারকেও রেয়াত করেননি স্বস্তিক। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে তিনটি সেঞ্চুরিও করেছেন। যদিও স্বস্তিকের লক্ষ্য টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি করা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর বেস প্রাইস ২০ লক্ষ টাকা। কলকাতা নাইট রাইডার্স তরুণ ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। রিঙ্কু সিং নাইটদের অ্যাকাডেমি থেকেই উঠে এসেছেন। রিঙ্কুর মতো ব্যাটারের জন্য কার্যত সময় বিনিয়োগ করেছিল কেকেআর। কয়েক বছর ধরে নাইট রাইডার্স শিবিরে থেকে ধার বাড়িয়েছেন। ফলে ১৯ ডিসেম্বরের নিলামে স্বস্তিকের জন্যও ঝাঁপাতে পারে কেকেআর। তাঁকে নিতে খুব বেশি অর্থও হয়তো খরচ করতে হবে না। হতেই পারে, রিঙ্কুর মতো আরও এক ব্যাটার তৈরি হলেন স্বস্তিক! রাজ্য ক্রিকেট থেকে আইপিএলের মঞ্চে সাফল্য পেতেই পারেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours