গত ১৭ নভেম্বর রাজভবনে গিয়ে এজি পদ থেকে ইস্তফা দেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এর আগে ১০ নভেম্বর বিদেশ থেকে ইমেল মারফত রাজ্যপালকে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন তিনি। ১৭ তারিখও যদি তাঁর ইস্তফার চূড়ান্ত দিন ধরা হয়, এক মাস হতে চলল এখনও রাজ্য সরকারের কোনও এজি নেই। স্বভাবতই এজির না থাকা বিভিন্ন মামলায় প্রভাব ফেলতে বাধ্য।

'এজির ফাইল পাঠিয়ে দিয়েছি', রাজ্যপালের বক্তব্যে কোন নাম উঠে এল?
সিভি আনন্দ বোস।
কলকাতা: রাজ্যের পরবর্তী অ্যাডভোকেট জেনারেল বা এজি কে হবেন এখনও তা নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য সামনে আসেনি। তবে জোর জল্পনা চলছে কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা প্রাক্তন এজি কিশোর দত্তের নাম নিয়ে। তবে পরবর্তী এজির নাম খুব তাড়াতাড়িই ঘোষণা হতে পারে। কারণ, রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবার বলেন, “এজির ফাইল সই করে পাঠিয়ে দিয়েছি। সরকার যে ফাইল পাঠিযেছিল সেটায় সই করে পাঠিয়ে দিয়েছি।” অর্থাৎ রাজ্যপালের বক্তব্য অনুযায়ী, এজির নাম ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে। তবে পরবর্তী এজি কিশোর দত্তই হচ্ছেন কি না, তা নিয়ে রাজ্যপাল কিছু বলেননি।

গত ১৭ নভেম্বর রাজভবনে গিয়ে এজি পদ থেকে ইস্তফা দেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এর আগে ১০ নভেম্বর বিদেশ থেকে ইমেল মারফত রাজ্যপালকে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন তিনি। ১৭ তারিখও যদি তাঁর ইস্তফার চূড়ান্ত দিন ধরা হয়, এক মাস হতে চলল এখনও রাজ্য সরকারের কোনও এজি নেই। স্বভাবতই এজির না থাকা বিভিন্ন মামলায় প্রভাব ফেলতে বাধ্য।






Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours