আমি কে জানিস?... তোর বাবাকে ডাক', তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকির অভিযোগ
তৃণমূল নেতা শেখ মালেক


পূর্ব বর্ধমান: ব্যবসায়ীকে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ১০০ কম্বলের টাকা দিতেই হবে, এই বলেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। বর্ধমান ১ নম্বর ব্লকের ভোতারপাড় এলাকার ঘটনা। ভিডিয়ো প্রকাশ্যে আসার পর পুরো ঘটনা অস্বীকার করেছেন শেখ মালেক নামে ওই তৃণমূল নেতা। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামিকাল, রবিবার কম্বল প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বর্ধমানে। সেই কারণেই ১০০ কম্বলের টাকা চেয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মীকে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। ভিডিয়ো-র সত্যতা যাচাই করেনি
ভাইরাল ভিডিয়ো-তে শোনা যাচ্ছে গোডাউনে ঢুকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে কেউ। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি কে জানিস? …ডাক তোর বাবাকে।’

অভিযোগকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মী শেখ আরজু বলেন, ‘আগামী রবিবার ভোতারপাড় এলাকার স্থানীয় তৃণমূল নেতা শেখ মালেকের উদ্যোগে একটি কম্বল বিতরণ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের জন্য ১০০ পিস কম্বলের টাকা দিতে হবে বলে আমাকে চাপ দেওয়া হয়। আমিও তৃণমূল করি। আমি বলেছিলাম, যা বলার গোডাউন মালিককে বলুন। কিন্তু সেই কথায় কর্ণপাত না করে ওই কম্বলের টাকা আমাকেই দিতে হবে বলে গালিগালাজ করা হয় শেখ মালেকের নেতৃত্বে।’

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours