ভারতের মিশন 'দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ জয়' এ বারও সফল হল না। কারণ, সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে ৩২ রানে ও এক ইনিংসে ভারতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫ দিনের টেস্টের ফয়সলা হল মাত্র ৩ দিনেই। তাই ২ ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-০ এগিয়ে প্রোটিয়ারা। টিম ইন্ডিয়ার তেইশের শেষটা হল হার দিয়ে। অন্যদিকে প্রোটিয়া শিবিরে খুশির হাওয়া বইছে। তারই মাধে এসেছে এক খারাপ খবরও।

চোটে ছিটকে গেলেন বাভুমা, কেপটাউন টেস্টে প্রোটিয়া ক্যাপ্টেন ডিন এলগার
চোটে ছিটকে গেলেন বাভুমা, কেপটাউন টেস্টে প্রোটিয়া ক্যাপ্টেন ডিন এলগার


কেপটাউন: ভারতের মিশন ‘দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ জয়’ এ বারও সফল হল না। কারণ, সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে ৩২ রানে ও এক ইনিংসে ভারতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫ দিনের টেস্টের ফয়সলা হল মাত্র ৩ দিনেই। তাই ২ ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-০ এগিয়ে প্রোটিয়ারা। টিম ইন্ডিয়ার তেইশের শেষটা হল হার দিয়ে। অন্যদিকে প্রোটিয়া শিবিরে খুশির হাওয়া বইছে। তারই মাধে এসেছে এক খারাপ খবরও। শোনা গিয়েছে, কেপটাউনে হতে চলা দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা (Temba Bavuma)। সেঞ্চুরিয়নে ভারতের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বাভুমা। সেই চোটই চলতি টেস্ট সিরিজ থেকে ছিটকে দিল বাভুমাকে। তাঁর অনুপস্থিতিতে প্রোটিয়া দলকে নেতৃত্ব দেবেন কে? শোনা গিয়েছে, দলের সিনিয়র ও অভিজ্ঞ ডিন এলগার (Dean Elgar) সেই দায়িত্ব পেতে চলেছেন।


দেশের জার্সিতে ভারতের বিরুদ্ধেই শেষ টেস্ট সিরিজ খেলছেন ডিন এলগার। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই এলগার জানিয়ে দিয়েছিলেন, এই সিরিজই তাঁর টেস্ট কেরিয়ারের শেষ সিরিজ হতে চলেছে। এ বার নিজের কেরিয়ারের শেষ টেস্টে তিনিই দলকে নেতৃত্ব দিতে চলেছেন। তেম্বা বাভুমা চোটে কেপটাউন টেস্ট থেকে ছিটকে যাওয়ায় এই সুযোগ পেলেন ডিন। ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস চলাকালীন সুপারস্পোর্টস পার্কে ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান বাভুমা। তাঁর স্ক্যান হওয়ার পর চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। যার ফলে তিনি আর প্রোটিয়াদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামেননি।


২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল ডিন এলগারের। ৩৬ বছর বয়সী প্রোটিয়া তারকা ৮৫টি টেস্টে ৫৩৩১ রান করেছেন। ভারতের বিরুদ্ধে বিদায়ী সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। রোহিতের ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ২৮৭ বলে ১৮৫ রান করেন এলগার। এই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন তিনি। এ বার দেখার তাঁর কেরিয়ারের শেষ টেস্টে এলগারের নেতৃত্বে প্রোটিয়ারা ভারতকে হারাতে পারে কিনা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours