দাউদ ইব্রাহিমের জন্মবৃত্তান্ত দেখলে জানা যায়, তিনি মহারাষ্ট্রের রত্নগিরিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দাউদের বাবা ইব্রাহিম কাসকার মুম্বই পুলিশের হেড কনস্টেবল ছিলেন এবং মা আমিনা বি ছিলেন গৃহবধূ। এছাড়া তাঁরা ৭ ভাই এবং ৪ বোন। দাউদ ও মেহজবিনের ২ মেয়ে ও ১ ছেলে-সহ ৩ সন্তান রয়েছে।


 দাউদের দিন শেষ, কে হবে আন্ডারওয়ার্ল্ডের উত্তরাধিকারী?
দাউদ ইব্রাহিম। ফাইল ছবি।

করাচি: বিপুল সম্পত্তির অধিকারী আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। বর্তমানে তিনি করাচি হাসপাতালে ভর্তি। দাউদেরই ঘনিষ্ঠ কেউ তাঁকে বিষ খাইয়েছেন বলে অভিযোগ। যদিও বিষ প্রয়োগের খবরটি নিশ্চিত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দাউদের যদি মৃত্যু হয় তাহলে তাঁর বিপুল সম্পত্তি, ডি কোম্পানির মালিকানা কার হাতে যাবে?
দাউদের বিপুল সম্পত্তির উত্তরসূরী জানতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের খোঁজ উঠে আসছে। কয়েক মাস আগে দাউদের পরিবার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন তাঁর বোন হাসিনা পারকারের ছেলে আলিশা পারকার। তিনি এনআইএ-কে জানিয়েছেন, দাউদের দুই স্ত্রী ছিলেন এবং তাঁর দ্বিতীয় স্ত্রী হলেন পাকিস্তানি পাঠান মহিলা। সেই সূত্রে দাউদের উত্তরসূরী নেহাত কম নয়।

দাউদের পরিবারের কারা রয়েছেন?
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours