খবরের জেরে গাছ কাটা বন্ধ হলো বকখালি জঙ্গলে

বহুবার প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়েছে জঙ্গল। কিছুদিন আগে ১১ ডিসেম্বর সুন্দরবন দিবসের দিন চ্যানেলের মাধ্যমে কিছু অসাধু ব্যক্তিদের জঙ্গল কাটার দৃশ্য আমরা তুলে ধরি। কাকদ্বীপ ডট কম এর খবরের জেরে নড়েচড়ে বসলো প্রশাসন। 

প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বকখালীর জঙ্গল থেকে কেটে ফেলা হচ্ছিলো একের পর এক ঝাউগাছ। সেই খবর সম্প্রচার করার পর নড়েচড়ে বসলো বনদপ্তর। এই মুহূর্তে বনদপ্তরের তরফ থেকে বকখালীর সাধারণ গ্রামবাসীদের জন্য মাইকিং করে সচেতন করা হচ্ছে। মাইকিং এর মাধ্যমে বলা হচ্ছে বকখালি জঙ্গল থেকে কোনভাবেই গাছ কাটা যাবে না। যদি এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বনদপ্তর। স্থানীয় কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য বকখালীর সৌন্দর্য ঝাউ গাছ কাটার কাজ চালিয়ে যাচ্ছিলো। 

সেই ছবি প্রকাশে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন পাশাপাশি বনদপ্তরের কর্মীরা নজরদারি চালাচ্ছে বকখালি জঙ্গল এলাকা জুড়ে।


ব্যুরো রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours