বর্ষিয়ান সাহিত্য সাধককে জীবনকৃতি সম্মাননা জ্ঞাপন করলেন অনুজ কবি সাহিত্যিকরা
সম্প্রতি কাকদ্বীপ সাহিত্য সংসদ ও শতাব্দীর মুখ পত্রিকার উদ্যোগে শিশু শিক্ষায়তন হাইস্কুলে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুন্দরবনে আধুনিক বাংলা কবিতা চর্চার ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্ব কবি পূর্ণচন্দ্র মুনিয়ান ও কবি ওয়াজেদ আলি। এবার এই দুই বর্ষিয়ান সাহিত্য সাধককে জীবনকৃতি সম্মাননা জ্ঞাপন করলেন অনুজ কবি সাহিত্যিকরা।
কবি পূর্ণচন্দ্র মুনিয়ান সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকলেও অসুস্থতার কারনে উপস্থিত থাকতে পারেননি ওয়াজেদ আলি। তাঁর ছেলের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। পাশাপাশি বেশ কয়েকটি পত্রিকা ও কাব্যগ্রন্থও প্রকাশিত হয় এই অনুষ্ঠানে। এদিন কবিতাপাঠে অংশ নেন কবি রফিক উল ইসলাম, সৌমিত বসু, ইন্দ্রনীল দাস, সনৎ চট্টোপাধ্যায়, অরুণ পাঠক, সাহানারা খাতুন, চন্দন মিত্র, সৌরভ কুঁতি প্রমুখ। আনজি জৈনের গাওয়া বাংলা লোকগান এই অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। আয়োজকদের তরফে কবি নাগসেন বলেন, 'কবিতা চর্চা বাড়াতে সারাবছর একাধিক উদ্যোগ নিতে হয়। দুই বর্ষিয়ান কবিকে সংবর্ধিত করতে পেরে আমরা গর্বিত।'
স্টাফ রিপোর্টার সৌরভ মণ্ডল
Post A Comment:
0 comments so far,add yours