বক্সীর বৈঠকের আগে অভিষেকের সঙ্গে বৈঠক করেন জেলা নেতারা। অনেকেই মনে করছেন, এই বৈঠক করে বুঝিয়ে দিলেন, ভারসাম্যের রাস্তাতেই হাঁটতে চান তাঁরা। তবে নেতাদের দাবি বছর শেষে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন।

বক্সির সঙ্গে বৈঠকের আগেই অভিষেকের সাক্ষাতে পার্থ-তাপসরা
তৃণমূল কংগ্রেস।

কলকাতা: অর্জুন সিং ও সোমনাথ শ্যামের সম্মুখসমর লোকসভা ভোটের আগে অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলের। এই আবহে নৈহাটিতে দলের রাজ্য সভাপতি সুব্রক বক্সী। অর্জুন সিং ও সোমনাথ শ্যামের সঙ্গে কথা বলার জন্যই যান তিনি। সূত্রের খবর, সুব্রত বক্সির বৈঠকের আগেই ভারসাম্যের নীতি নিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের নেতারা। শনিবার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তাপস রায়, পার্থ ভৌমিকরা। ছিলেন ব্রাত্য বসু, কুণাল ঘোষও।


তৃণমূলের দলীয় রাজনীতিতে কিছুদিন যাবৎ নবীন-প্রবীণ দ্বন্দ্ব ফের মাথা চাড়া দিয়েছে। সক্রিয় হতে দেখা যাচ্ছে সুব্রত বক্সিকে। অন্যদিকে গত কয়েকদিন আগেও দলের বিভিন্ন কর্মকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে সামনের সারিতে দেখা গেলেও ইদানিং একটু সরিয়ে রেখেছেন নিজেকে। এই আবহে উত্তর ২৪ পরগনার দুই নেতা, বলা ভাল তিন নেতা সাক্ষাৎ করলেন অভিষেকের সঙ্গে। সঙ্গে কুণাল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours