প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ভাটার টানে নদীতে তলিয়ে নিখোঁজ হয়ে গেল এক যুবক।
বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের মুক্তাঙ্গণের কাছে হুগলি নদীতে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ২৪ বছরের পাপ্পু ওরফে কৃষাণ সাহু উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া এলাকার বাসিন্দা। পাপ্পু গত কয়েক মাস ধরে কাজের সূত্রে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে একটি বরফ কারখানায় শ্রমিকের কাজে কর্মরত ছিলেন। কারখানায় বিশ্বকর্মা পুজো হয়েছিল। এবং সেই পুজোর ঠাকুর বিসর্জনের সময় ঘটলো এমন ঘটনা।এদিন সন্ধে নাগাদ কারখানায় কর্মরত অন্যান্য শ্রমিকদের সঙ্গে ঠাকুর বিসর্জন দিতে এসেছিলেন পাপ্পু। নদীতে ভাটা থাকায় বেশ কিছুটা নেমে গিয়ে প্রতিমা বিসর্জন দিতে হয়েছিল। নদীর জলে প্রতিমা বিসর্জনের পর সবাই উঠে এলেও পাড়ে পাপ্পুর জুতো পড়ে থাকায় সন্দেহ হয়। এরপর পাপ্পুর খোঁজাখুঁজি করেও কোথাও খোঁজ মেলেনি।
এই ঘটনার খবর পাওয়ার পর ডায়মন্ড হারবার থানার পুলিশের পক্ষ থেকে নিখোঁজ যুবকের খোঁজে লঞ্চে করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কোন খোঁজ না মেলায় সিভিল ডিফেন্সের ডুবুরিকেও খবর পাঠানো হয়েছে। কারখানা ও পুলিশের তরফে নিখোঁজ যুবকের বাড়িতেও খবর পাঠানো হয়েছে। ওই যুবক ও তার সঙ্গীরা মদ্যপ অবস্থায় থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের অনুমান।
স্টাফ রিপোর্টার সৌরভ মণ্ডল
Post A Comment:
0 comments so far,add yours