বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের, ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ চন্দনপিড়ি রাস্তায় যান চলাচল

দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত হসপিটাল মোড় থেকে হরিপুর খেয়াঘাট পর্যন্ত পিচের রাস্তার বেহাল অবস্থা। প্রতিনিয়ত বেড়ে চলেছে দুর্ঘটনা। ওই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াতের পথে পড়ে গিয়ে হাতে পায়ে চোট পায় পড়ুয়ারা। বর্ষার সময় রাস্তা দিয়ে গাড়ি যাতায়াতের সময় রাস্তায় জমা জল ছিটকে পোশাক-আশাক নষ্ট হয় পড়ুয়াদের। অনেক সময় ক্লাস না করেই বাড়ি ফিরে যেতে হয় স্কুল ছাত্র-ছাত্রীদের। তাই অবিলম্বে চন্দন পিড়ির এই বেহাল রাস্তা মেরামতের দাবি জানিয়ে ১২ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টা থেকে উত্তর চন্দনপিড়ি মুরারি মোহন হাই স্কুলের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে মুরারি মোহন হাই স্কুলের ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের দাবি অবিলম্বে এই বেহাল রাস্তা মেরামত করতে হবে। পাশাপাশি যতক্ষণ না নামখানার BDO এবং প্রশাসনের কর্তারা এসে উপস্থিত হবেন এবং তাদেরকে আশ্বস্ত করবেন ততক্ষণ তাদের এই বিক্ষোভ চলতে থাকবে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে নামখানা থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি উপস্থিত হয়েছেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। কিন্তু বিক্ষোভকারি স্কুল পড়ুয়াদের দাবি যতক্ষণ না BDO এসে তাদের আশ্বস্ত করবেন ততক্ষণ তাদের এই অবস্থান-বিক্ষোভ চলতে থাকবে। 


স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours