শনিবারই ইসরোর তরফে টুইট করে বলা হয়, "প্রজ্ঞান ১০০*। চাঁদের মাটিতে প্রজ্ঞান রোভার ১০০ মিটার পথ অতিক্রম করে ফেলেছে এবং এখনও এগিয়ে চলেছে।" 

Chandrayaan-3 Update: চাঁদের বুকে প্রজ্ঞানের সেঞ্চুরি, রাত হতেই ঘুমের দেশে ল্যান্ডার-রোভার, কবে জেগে উঠবে?
চন্দ্রপৃষ্ঠের ছবি।

নয়া দিল্লি: চাঁদের পর সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছে ভারতের মহাকাশযান। রবিবারই সূর্যের শেষ কক্ষপথের উদ্দেশে রওনা দেয় ইসরোর আদিত্য এল-১ মহাকাশযান। ১২৫ দিন পর তা নিজের গন্তব্য়ে পৌঁছবে। সৌর অভিযানের দিকে যখন গোটা দেশের নজর, সেই সময়ই চন্দ্রযান নিয়ে নতুন ও গুরুত্বপূর্ণ আপডেট দিল ইসরো। জানানো হল, সেঞ্চুরি করেছে প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে ১০০ মিটার পথ অতিক্রম করে ফেলেছে রোভার প্রজ্ঞান। গুটি গুটি পায়ে এই ক’দিনেই বেশ অনেকটা দূরত্ব পার করে ফেলেছে প্রজ্ঞান। এবার বিশ্রামের পালা। চাঁদের বুকে রাত নামতেই ঘুমিয়ে পড়বে রোভার প্রজ্ঞান।


শনিবারই ইসরোর তরফে টুইট করে বলা হয়, “প্রজ্ঞান ১০০*। চাঁদের মাটিতে প্রজ্ঞান রোভার ১০০ মিটার পথ অতিক্রম করে ফেলেছে এবং এখনও এগিয়ে চলেছে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours