ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) পর পর ২টো ম্যাচে হারার পর ঘুরে দাঁড়িয়েছিল মেন ইন ব্লু। পর পর দুটো টি-২০ জিতে সিরিজ জয়ের স্বপ্নও দেখাচ্ছিলেন হার্দিকরা। কিন্তু তীরে এসে তরী ডুবল!

Team India: 'জয়ের খিদে নেই, খেই হারিয়েছেন অধিনায়ক', ক্ষোভ উগরে দিলেন বেঙ্কটেশ প্রসাদ'জয়ের খিদে নেই, খেই হারিয়েছেন অধিনায়ক', ক্ষোভ উগরে দিলেন বেঙ্কটেশ প্রসাদ

ফ্লোরিডা: ১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে হার ভারতের। দীর্ঘ ২৫ মাস পর টি-টোয়েন্টি সিরিজে হার ভারতের। এই সকল লজ্জার নজির গড়েছে ভারত। যা টিম ইন্ডিয়ার জন্য মোটেও শোভনীয় নয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) পর পর ২টো ম্যাচে হারার পর ঘুরে দাঁড়িয়েছিল মেন ইন ব্লু। পর পর দুটো টি-২০ জিতে সিরিজ জয়ের স্বপ্নও দেখাচ্ছিলেন হার্দিকরা। কিন্তু তীরে এসে তরী ডুবল! পঞ্চম টি-২০ ম্যাচ হেরে ট্রফি হাতছাড়া করল ভারত। টি-২০ ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার (Team India) বর্তমান অবস্থা নিয়ে আগেও মুখ খুলেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। এ বার ক্যারিবিয়ানদের কাছে হার্দিক পান্ডিয়াদের টি-২০ সিরিজে হারের পর আরও এক বার সরব হলেন বেঙ্কটেশ প্রসাদ। শুধু তাই নয়, বেঙ্কটেশের মনে হয়ে মাঝে মাঝে খেই হারিয়ে ফেলেছিলেন অধিনায়ক হার্দিক। 


টেস্ট, ওডিআই সিরিজ ভারত জিতলেও টি-২০ ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবেন না হার্দিক পান্ডিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়া পঞ্চম টি-২০ ম্যাচ হারার পর বেঙ্কটেশ প্রসাদ প্রথম টুইট করেন, ‘ভারতকে কোনও কোনও সময় সীমিত ওভারে একটি খুব সাধারণ দল বলে মনে হয়। কয়েক মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ দল ভারতকে হারিয়েছে। ওয়ান ডে সিরিজেও আমরা বাংলাদেশের বিরুদ্ধে হেরেছিলাম। আশা করি ওরা নির্বোধ বিবৃতি দেওয়ার পরিবর্তে নিজেদের ব্যর্থতার কারণ তুলে ধরবে।’


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours