কন্যাশ্রী দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ের উপরে স্লোগানের মাধ্যমে মিছিল করে সচেতনতার বার্তা দিলেন শ্রীধাম গঙ্গাসাগর স্বামী কপিলানন্দ বিদ্যাভবন হাইস্কুলের ছাত্রীরা

১৪ ই আগস্ট সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অভূতপূর্ব সাফল্যের কন্যাশ্রী দিবসের দশম বর্ষপূর্তি উদযাপন হচ্ছে,তাই কন্যাশ্রী দিবস উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকে গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দির থেকে গঙ্গাসাগরের কালিবাজার পর্যন্ত বিভিন্ন রকমের প্লাকার হাতে স্লোগান দিয়ে সাইকেলে র‍্যালির মাধ্যমে কন্যাশ্রী দিবস পালন করলো শ্রীধাম গঙ্গাসাগর স্বামী কপিলানন্দ বিদ্যাভবন হাইস্কুলের ছাত্রীরা, এর পাশাপাশি এদিন দুজন স্কুল ছাত্রীকে বর ও বউ সাজিয়ে বাল্যবিবাহ বন্ধ করতে হবে এই দাবি তুলে ওই বিষয়েও সচেতনতামূলক প্রচার করলো শ্রীধাম গঙ্গাসাগর স্বামী কপিলানন্দ বিদ্যাভবন হাইস্কুলের ছাত্রীরা,

এদিন শ্রীধাম গঙ্গাসাগর স্বামী কপিলানন্দ বিদ্যাভবন স্কুলের শিক্ষক পলাশ দাস ওই বিষয়ে কি বললেন শুনুন

স্টাফ রিপোর্টার  সৌরভ মন্ডল 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours