তৃণমূলের প্রার্থী জয়নাল চৌধুরীর বক্তব্য, ভোটকর্মীরাই তাঁকে হারানোর জন্য কারসাজি করেছে।

Bengal Panchayat Election: ব্যালট বাক্সের সব ভোট বাতিল, ১০ ভোটের বিচারেই 'জয়ী' তৃণমূলজয়ী তৃণমূল প্রার্থী

ব্যালট বাক্সের সব ভোট বাতিল, ১০ ভোটের বিচারেই জয়ী তৃণমূল


জলপাইগুড়ি: ব্যালট বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ। একটাও ব্যালট বৈধ নয়! তা কী করে হয়! পঞ্চায়েত নির্বাচনে এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জে। ভোটের ইতিহাসে এমন ঘটনার নজির খুব বেশি নেই। সব ভোট বাতিল হয়ে যাওয়ায় শুধুমাত্র ইডি ভোটেই বিচার করা হয়েছে। আর তাতে ১ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। এই ঘটনায় ক্ষুব্ধ বিরোধীরা। নতুন করে ভোট নেওযার আবেদন জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ১৮/৬৮ নম্বর বুথের ঘটনা। এই বুথে মোট ভোটারের সংখ্যা ছিল ১৩২৯ জন, বুথে মোট ভোট পড়েছিল ১০৪৯টি। ভোটের পর গণনার জন্য বাক্স খুলতেই অবাক হয়ে যান কাউন্টিং হলে উপস্থিত ভোটকর্মীরা। বাক্সে থাকা ১০৪৯টি ব্যালট পেপারের মধ্যে একটিও বৈধ নয়। কোনওটিতে নেই প্রিসাইডিং অফিসারের সই, কোনওটিতে বুথের নম্বর যুক্ত সিল ছিল না। ফলে সবকটি ব্যালটই বাতিল হয়ে যায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours