আগেও বার বার দলের প্রতি এবং দলনেত্রীর প্রতি নিজের আনুগত্য বোঝাতে চেয়েছেন পার্থ। এর আগে যখন তৃণমূল কংগ্রেস জাতীয় দলের তকমা হারিয়েছিল, তখনও পার্থ মুখ খুলেছিলেন। দল যে আবার জাতীয় দলের তকমা ফিরে পাবে, সেই নিয়ে বেশ আশাবাদী ছিলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়।
দ্রুত সুস্থ হয়ে উঠুন', মমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত পার্থমমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত পার্থ
কলকাতা: গ্রেফতার হয়েছেন। জেলে রয়েছেন। বার বার জামিনের কাতর আর্জি জানিয়েও লাভ হয়নি। জেলেই রয়ে গিয়েছেন তিনি। এদিকে দলও তাঁকে সব দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। নিরাপদ দূরত্ব রাখছেন দলের নেতারা। কিন্তু জেলে থেকেও দলের হয়ে গলা ফাটিয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বার বার। আজ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে চোট পাওয়ার কথাও তাঁর কানে গিয়েছে। আর সেই খবর পাওয়ার পর নেত্রীর শারীরিক অবস্থার কথা ভেবে চিন্তিত পার্থ। মুখ্যমন্ত্রী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, সেই কথাও বলেছেন তিনি। বললেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ ভগবানের কাছে এটাই প্রার্থনা তৃণমূলের প্রাক্তন মহাসচিবের।
মঙ্গলবার পার্থ চট্টোপাধ্য়ায়কে আবার আদালতে পেশ করা হয়েছিল। আলিপুর আদালত তাঁকে আবার ১১ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত ভোটটাও জেলেই কাটাতে হবে তাঁকে। অতীতে দলের অনেক গুরু দায়িত্ব সামলেছেন তিনি। দলের প্রাক্তন সেক্রেটারি জেনারেল হিসেবে অনেকটা সময় কাটিয়েছেন। কিন্তু এখন তিনি জেলে। কবে জামিন পাবেন, কোনও ঠিক নেই। আদালতে মাঝে মধ্যে নিজের শারীরিক অসুস্থতার কথাও বলতে শোনা গিয়েছে তাঁকে। কখনও নিজে, কখনও আইনজীবী মারফত। কিন্তু এত সব ঝড়-ঝাপ্টার মধ্যেই দলনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত পার্থ।
শুধু এখন বলে নয়, আগেও বার বার দলের প্রতি এবং দলনেত্রীর প্রতি নিজের আনুগত্য বোঝাতে চেয়েছেন পার্থ। এর আগে যখন তৃণমূল কংগ্রেস জাতীয় দলের তকমা হারিয়েছিল, তখনও পার্থ মুখ খুলেছিলেন। দল যে আবার জাতীয় দলের তকমা ফিরে পাবে, সেই নিয়ে বেশ আশাবাদী ছিলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। কখনও আবার ঘাসফুলের প্রাক্তন মহাসচিবকে বলতে শোনা গিয়েছে, তৃণমূলের ক্ষতি কেউ কখনও করতে পারবে না।
Post A Comment:
0 comments so far,add yours