পুরো এলাকা এদিন ঘুরে দেখে সিআইডি-র তিন সদস্যের প্রতিনিধি দল। ঘটনাস্থলে রয়েছে বম্ব স্কোয়াড।

Egra Blast: এগরায় মিলল গোপন কুঠুরির হদিশ, সেখানেও বস্তা ভর্তি বারুদগোপন কুঠুরির হদিশ
এগরা : বিস্ফোরণের পর প্রায় ১০ ঘণ্টার বেশি সময় কেটে গিয়েছে। এখনও যেন সেই প্রবল শব্দ কানে আসছে এগরার বাসিন্দাদের। ৯ জনের দেহ উদ্ধারের খবর এসেছে। তবে স্থানীয় মানুষজনের দাবি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণের তীব্রতায় ছিটকে গিয়েছে দেহ, দেহাংশ। পুকুর ছেঁচে তাই খোঁজ চলছে দেহের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি-র প্রতিনিধি দল। তল্লাশি চালানোর সময় খোঁজ পাওয়া গিয়েছে এক গোপন কুঠুরির, যেখানে আরও অনেক বারুদ বা বাজি তৈরির উপকরণ মজুত আছে বলে জানা গিয়েছে।


পুরো এলাকা এদিন ঘুরে দেখে সিআইডি-র তিন সদস্যের প্রতিনিধি দল। ঘটনাস্থলে রয়েছে বম্ব স্কোয়াড। কারখানা চত্বরের মধ্যেই আরও একটি ঘরের হদিশ পাওয়া যায় সন্ধ্যায়। সেখানে বস্তা বন্দি বারুদও মিলেছে।

এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, তাঁর স্ত্রী মাধবী বাগ ঘটনার সময় ওই কারখানার ভিতরে ছিলেন। বিস্ফোরণে মাধবীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বামী সঞ্জীব বাগ। তিনি আরও জানান, মোট ১৮ জন ছিলেন কারখানার ভিতরে। তবে পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত মৃতদের নাম, পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, বাজি কারখানার মালিক ভানু বাগের খুড়তুতো ভাই শক্তিপদ বাগ রয়েছেন মৃতের তালিকায়। শক্তিপদর পরিবার ক্ষোভ উগরে দিয়েছে ভানুর বিরুদ্ধে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours