প্রিমিয়ার এ আর প্রিমিয়ার বি দুটো ডিভিশনের ক্লাব এ বার থেকে খেলবে একসঙ্গে। মোট ২৬ টা ক্লাব খেলবে একসঙ্গে। নাম হবে সুপার প্রিমিয়ার ডিভিশন।




এর অর্থ হল, একেকটা ক্লাব খেলবে ২৫টি করে ম্যাচ। বহরে বাড়বে লিগ। সেই সঙ্গে নতুন মুখ উঠে আসার সম্ভাবনা উজ্জ্বল হবে।
IFA: তিন প্রধানের সঙ্গে এ বার খেলবে ডায়মন্ডহারবারও

কলকাতা: একসময় জমজমাট ছিল কলকাতা লিগ। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের সঙ্গে তালমিলিয়ে তথাকথিত ছোট টিমগুলো দুরন্ত ফুটবল উপহার দিত। ওই ছোট ক্লাবগুলোই ছিল ময়দানের প্রাণ। সময় যত পাল্টেছে লিগ তত বেশি বড়-ছোটতে ভেঙেছে। তিন প্রধানের সঙ্গে কিছু মাঝারি ক্লাব জুড়ে লিগ হয়েছে পরবর্তীকালে। এর পেছনে অবশ্য অন্য অঙ্ক ছিল। আর বাকি ক্লাবগুলো কার্যত একঘরে হয়ে গিয়েছিল। ইতিহাস ভুলে আবার মিলিয়ে দেওয়া হল দুটো ডিভিশন। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের সঙ্গে এ বার খেলতে দেখা যাবে ডায়মন্ডহারবার এফসিকেও। প্রিমিয়ার এ আর প্রিমিয়ার বি দুটো ডিভিশনের ক্লাব এ বার থেকে খেলবে একসঙ্গে। মোট ২৬ টা ক্লাব খেলবে একসঙ্গে। নাম হবে সুপার প্রিমিয়ার ডিভিশন। বহরে বাড়বে লিগ। সেই সঙ্গে নতুন মুখ উঠে আসার সম্ভাবনা উজ্জ্বল হবে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours