আরসিবির বিরুদ্ধে শুভমন গিল সেঞ্চুরি করতেই টুইটারে ট্রেন্ডিং #SaraTendulkar। নেটিজ়েনদের দাবি 'শ্বশুরের দলকে প্লে অফে তোলার জন্যই গিল সেঞ্চুরি করেছেন।' আসলে আরসিবির বিরুদ্ধে গুজরাট জেতার ফলে প্লে অফে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফের এক বার গিলের সেঞ্চুরিতে সচিনকন্যাকে জুড়ে দিলেন নেটিজ়েনরা।

IPL 2023: শ্বশুরের দলের জন্য... গিলের সেঞ্চুরির অদ্ভুত কারণ খুঁজলেন নেটিজ়েনরাশ্বশুরের দলের জন্য... গিলের সেঞ্চুরির অদ্ভুত কারণ খুঁজলেন নেটিজ়েনরা



বেঙ্গালুরু : অপ্রতিরোধ্য। ২০২৩ সালে বছর তেইশের পঞ্জাব তনয় শুভমন গিলকে (Shubman Gill) এককথায় এটাই বলা যায়। চলতি বছরটা দারুণ কাটছে গিলের। দেশের জার্সি এবং আইপিএল সব জায়গাতেই সেঞ্চুরি করে সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি। চলতি আইপিএলেও (IPL 2023) দুরন্ত ফর্মে রয়েছেন গুজরাট টাইটান্সের ওপেনার। আরসিবির বিরুদ্ধে বিরাট কোহলির সেঞ্চুরির পাল্টা জবাব সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন শুভমন গিল। তারপর থেকে টুইটারে ট্রেন্ডিং গিল। এমনটা হওয়া স্বাভাবিক। কিন্তু শুভমনের সেঞ্চুরি হতেই নেটিজ়েনরা ফের তাঁর সঙ্গে জুড়ে দিয়েছেন সচিনকন্যার নাম। আসলে রবিবার শুভমন এ বারের আইপিএলে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি করার পর টুইটারে ট্রেন্ডিং #SaraTendulkar। শুধু তাই নয়, নেটিজ়েনরা শুভমনের সেঞ্চুরির এক অদ্ভুত কারণও খুঁজে বের করেছেন। সেই কারণ কী? বিস্তারিত জেনে এর এই প্রতিবেদনে।


সেঞ্চুরি করেও রবি-রাতে চোখের জলে চিন্নাস্বামী ছেড়েছেন বিরাট কোহলি। অন্যদিকে সেঞ্চুরি করে মাঠেই হুঙ্কার করে সেলিব্রেশন করেছেন শুভমন গিল। সোশ্যাল মিডিয়ায় এই ২ ছবি ভাইরাল। পাশাপাশি গুজরাটের কাছে আরসিবি হেরে যাওয়ায় লাভ হয়েছে মুম্বইয়ের। আর মুম্বইয়ের জয়ের পিছনে বড় অবদান রয়েছে শুভমন গিলের। তিনি সেঞ্চুরি করে গুজরাটকে না জেতালে মুম্বইয়ের প্লে অফে ওঠা হত না। যা মেনে নিয়েছন মাস্টার ব্লাস্টারও মুম্বই প্লে-অফে পা রাখার পর সচিন তেন্ডুলকর টুইটারে লিখেছেন, ‘শুভমন আর ক্যামেরন গ্রিন মুম্বইয়ের হয়ে দারুণ ব্যাটিং করল।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours