হাউসবোট ডুবির ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা কেরলের বাসিন্দা সি.ভি আনন্দ বোস।

Boat Capsizes: কেরলে হাউসবোট ডুবে মৃত অন্তত ১৫, শোকপ্রকাশ বাংলার রাজ্যপালের, ক্ষতিপূরণ ঘোষণা মোদীরকেরলে হাউস বোট ডুবে মৃত্যু পর্যটকদের।
মালাপ্পুরম: হাউসবোট ভ্রমণে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পর্যটকেরা। মাঝনদীতে ডুবে গেল পর্যটক বোঝাই হাউসবোট (Houseboat)। রবিবার ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) মালাপ্পুরম জেলার তানুরের কাছে। ঘটনায় ইতিমধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কেরলের মন্ত্রী ভি আব্দুর রহমান। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। পুলিশ এবং উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার কাজে নেমেছে। ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা কেরলের বাসিন্দা সি.ভি আনন্দ বোস (C V Anand Bose)। এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের প্রত্যেক পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে মালাপ্পুরম জেলার তানোরের কাছে পর্যটক বোঝাই করে হাউসবোটটি নদী ভ্রমণে বেরিয়েছিল। হঠাৎ করেই মাঝ নদীতে ডুবে যায় হাউসবোটটি। হাউসবোটটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। শেষ পাওয়া খবর পর্যন্ত, হাউসবোটের ১৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ অনেকেই। তাঁদের খোঁজে নদীতে তল্লাশি চলছে।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours