টুর্নামেন্ট শুরু হওয়ার প্রথম চারটে দিন ভালোই কেটেছিল। তাল কাটল পঞ্চম দিনে। ২০২৩ আইপিএলেও প্রবেশ ঘটেছে কোভিড ১৯-এর।

IPL 2023: কোভিড থেকে নিস্তার নেই, পজিটিভ আইপিএলের ধারাভাষ্যকার!
Image Credit Source: Twitter
কলকাতা: কিছুতেই আইপিএলের পিছু ছাড়তে চাইছে না করোনা ভাইরাস (Covid 19)। কোভিডের কারণে গত তিনবছর ধরে নমো নমো করে আয়োজিত হয়েছে আইপিএল (IPL 2023)। ঝাঁ চকচকে কোটিপতি লিগের গ্ল্যামার কেড়ে নিয়েছিল কোভিড ১৯। কখনও দেশের বাইরে টুর্নামেন্ট আয়োজিত হয়েছে, কখনও বা মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছে লিগ। কোভিডের বাড়বাড়ন্ত থামার পর ২০২৩ সালে আইপিএলের ১৬তম সংস্করণে পুরনো সবকিছু ফিরিয়ে আনা হয়েছে। স্টেডিয়াম কাঁপিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, ফিরেছে হোম-অ্যাওয়ে ফরম্যাট। একইসঙ্গে গ্যালারিতে লাখো দর্শকের ভিড়। টুর্নামেন্ট শুরু হওয়ার প্রথম চারটে দিন ভালোই কেটেছিল। তাল কাটল পঞ্চম দিনে। ২০২৩ আইপিএলেও প্রবেশ ঘটেছে কোভিড ১৯-এর। তবে কোনও ক্রিকেটারের নয়, কোভিড পজিটিভ হয়েছেন আইপিএলের এক ধারাভাষ্যকার। ম্যাচ চলাকালীন যাঁর কণ্ঠে বিশ্লেষণ শোনার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেট সমর্থকরা। বিস্তারিত


আইপিএলের ডিজিটাল সম্প্রচারকারী প্ল্যাটফর্মের ধারাভাষ্যকারদের তালিকায় রয়েছেন ৪৫ বছরের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। মঙ্গলবার সকালে কোভিড পজিটিভ হন আকাশ। টুইট করে নিজেই কোভিড আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। টুইটারে লেখেন, “কোভিডে কট অ্যান্ড বোল্ড হয়েছি। ফের কেআভিড পজিটিভ হয়েছি। সামান্য উপসর্গ রয়েছে। তবে সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে। কিছুদিনের জন্য কমেন্ট্রির ডিউটি থেকে দূরে থাকব। আশা করছি আরও শক্তিশালী হয়ে ফিরব।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours