কুণাল ঘোষের বক্তব্য, 'এই চিঠি সম্পূর্ণ অরাজনৈতিক, যুক্তিহীন ও অপাঠ্য। এই চিঠির সঙ্গে আইনি ভাষার কোনও যোগ নেই।' তৃণমূল মুখপাত্রর বক্তব্য, 'প্রমাণ কই, উনি তো পালাচ্ছেন। কথার জাগলারি করছেন। শুভেন্দু অধিকারী প্রমাণ দিতে না পেরে পালিয়ে যাচ্ছেন।'

Kunal Ghosh: 'অস্তিত্বহীন সংগঠনের নোটিস', তৃণমূলকে জবাব শুভেন্দুর আইনজীবীর; পাল্টা কটাক্ষ কুণালেরকুণাল ঘোষ ও শুভেন্দু অধিকারী
কলকাতা: তৃণমূলের জাতীয় দলের তকমা টিকিয়ে রাখার জন্য অমিত শাহকে (Amit Shah) নাকি ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সম্প্রতি এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত কয়েকদিন ধরে সেই নিয়েই জোর চর্চা রাজ্য রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ইতিমধ্যেই অস্বীকার করেছেন অমিত শাহকে ফোন করার বিষয়টি। বলেছেন, প্রমাণ করতে পারলে তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন। আর এরপরই তৃণমূলের তরফে একটি চিঠি পাঠানো হয়েছিল শুভেন্দুকে। বলা হয়, শুভেন্দু ওই মন্তব্য প্রত্যাহার না করলে, আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই চিঠির এবার পাল্টা দিয়েছেন শুভেন্দুও।


তৃণমূলের তরফে ডেরেকের পাঠানো ওই চিঠির জবাবে আইনজীবী মারফত শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামে কোনও দল এখন নেই। তৃণমূল নামে আঞ্চলিক একটি দল রয়েছে। তাই অস্তিত্বহীন কোনও সংগঠনের তরফে এমন নোটিস পাঠানোই যায় না।’ শুভেন্দু অধিকারীর এই জবাবকে অবশ্য ‘অরাজনৈতিক ও সস্তার উত্তর’ বলেই ব্যাখ্যা করছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে শুভেন্দুর চিঠি প্রসঙ্গে প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন, ‘সম্পূর্ণ অরাজনৈতিক উত্তর। সস্তার রাজনীতির উত্তর। এর সঙ্গে রাজনীতির কোনও গভীরতা নেই। কোনও দলের জাতীয় দলের স্বীকৃতি রাজ্য ভিত্তিক শতকরা হিসেবের উপর নির্ভর করে কখনও আসে, কখনও যায়। যে দলের এতজন সাংসদ, তাদের উপর যেন এত বড় বড় কথা না বলতে আসেন।’


কুণাল ঘোষের বক্তব্য, ‘এই চিঠি সম্পূর্ণ অরাজনৈতিক, যুক্তিহীন ও অপাঠ্য। এই চিঠির সঙ্গে আইনি ভাষার কোনও যোগ নেই।’ তৃণমূল মুখপাত্রর বক্তব্য, ‘প্রমাণ কই, উনি তো পালাচ্ছেন। কথার জাগলারি করছেন। শুভেন্দু অধিকারী প্রমাণ দিতে না পেরে পালিয়ে যাচ্ছেন।’


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours