৩ কোটি টাকার ল্যাম্বরগিনি ভেঙে চুরমার করলেন ইউটিউবার। নিজের এনার্জি ড্রিঙ্কের ব্র্যান্ডের জন্য এই কাজ করলেন তিনি।


ল্যাম্বরগিনি কেনার স্বপ্ন দেখেন? তবে সাধ্যে কুলোয় না তো? আমরা যে ল্য়াম্বরগিনিতে রাতের স্বপ্নে চড়ে বেড়াই সেই প্রায় সাড়ে ৩ কোটি টাকার গাড়ি ভেঙেচুড়ে ধ্বংসাবশেষে পরিণত করলেন এক রাশিয়ান ইউটিউবার মিখাইল লিটভিন। চোখের নিমেষেই একটা আস্ত ল্যাম্বরগিনি কয়েক টুকরো হয়ে গেল। সেই ভিডিয়ো আবার রেকর্ডও করেছে এবং নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। সেই ভিডিয়ো দেখে মুখ হা বেশিরভাগ নেটিজ়েনদের। এহেন কাজের কারণ শুনলে আরও অবাক হবেন নাগরিকরা।সাদা ল্যাম্বরগিনি ইউরাস এসইউভি। এই আল্ট্রা লাক্সারি গাড়ির দাম ভারতে ৩.১৫ কোটি টাকা। সেই কয়েক কোটি টাকার গাড়ি নিজের এনার্জি ড্রিঙ্কের ব্র্যান্ড, লিট এনার্জির জন্য ভেঙে গুড়িয়ে দিলেন রাশিয়ার জনপ্রিয় ইউটিউবার লিটভিন। তাঁর ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা ১০ মিলিয়নের বেশি। সেখানে এই ভিডিয়োটি আপলোড করেছেন তিনি। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই গাড়ির আকারের লিট এনার্জির একটি ক্যান ক্রেন দিয়ে ল্যাম্বরগিনির উপর বাঁধা রয়েছে। তারপর সেটি গাড়ির উপর পড়তেই সেকেন্ডের মধ্যে ভেঙেচুড়ে একাকার হয়ে যায় গাড়িটি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours