চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়ন্তীপুর সীমান্ত চৌকি এলাকায়।


সীমান্তে যেন কিছুতেই থামছে না চোরাচালান। প্রচুর সোনা-সহ দুই চোরাকারবারীকে আটক করল বিএসএফ। দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে থাকা বিএসএফ (BSF) জওয়ানরা এদিন জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে ২২ টি সোনার বিস্কুট (Gold Biscuits) সহ দুই চোরাকারবারীকে আটক করে। বাজেয়াপ্ত করা সোনার মোট ওজন ২.৫৬৬ কেজি বলে জানা যাচ্ছে। যার আনুমানিক মূল্য ১,৪৪,০১,৫৭১ টাকা। সূত্রের খবর, বাংলাদেশ থেকে সোনার বিস্কুটগুলি ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল চোরাকারবারীরা।



ঘটনাটি ঘটেছে জয়ন্তীপুর সীমান্ত চৌকি এলাকায়। বিএসএফ জওয়ানদের তরফে প্রাপ্ত গোয়েন্দা তথ্য বলছে, এদিন জয়ন্তীপুর গ্রামের ফেন্স গেটের কাছে মোটরসাইকেল-সহ দুই সন্দেহভাজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জওয়ানরা তাঁদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে দুজনেই ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। তবে তৎপর ছিল জওয়ানরা। পালানোর চেষ্টা করতেই ধরা পড়ে যায় দুজনই। আটক করে শুরু হয় তল্লাশি। তল্লাশি চলে মোটরসাইকেলেও। সিটের নীচে তল্লাশি করতেই চোখ কপালে উঠে যায় বিএসএফ জওয়ানদের। দেখা যায় সেকানেই কালো রঙের কাপড়ে কিছু একটা মোড়া রয়েছে। খুলতেই দেখা যায় ৩টি প্যাকেট রয়েছে ২২টি সোনার বিস্কুট। এরপরই গ্রেফতার করা হয় জহির হুসেন মোল্লা এবং গিয়াসউদ্দিন মণ্ডল নামে দুই পাচারকারীকে।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours