প্রায় ২০ জন বন্দি জেল থেকে পালিয়েছে। তারা সকলেই আইএস জঙ্গি বলে মনে করা হচ্ছে।

কারো পৌষ মাস তো কারও সর্বনাশ! একদিকে যখন প্রকৃতির ধ্বংসলীলা চলছে, একের পর এক ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী এলাকা, ধ্বংসস্তূপে নীচে থেকে প্রাণের হদিশ পেতে মরিয়া উদ্ধারকারী দল, ঠিক সেই সময় সুযোগের সদ্ব্যবহার করে জেল ভেঙে পালালIS জঙ্গিগোষ্ঠীর কমপক্ষে ২০ সদস্য। সিরিয়ার উত্তর-পশ্চিমে রাজো জেল ভেঙে পালিয়েছে তারা।

জানা গিয়েছে, তুরস্কের সীমান্তবর্তী রাজো শহরের রাজো জেলে মোট বন্দির সংখ্যা প্রায় ২০০০। তার মধ্যে প্রায় ১৩০০ জন সন্দেহভাজন আইএএস জঙ্গি। সোমবার থেকে টানা ভূমিকম্পের হাত থেকে রেহাই পায়নি রাজো শহর এবং দেশের অন্যতম বড় এই জেলটি। টানা ভূ-কম্পনের ফলে জেলের গারদগুলি অনেকটাই আলগা হয়ে পড়েছিল। আর সেই সুযোগের সদ্ব্যবহার করল আইএস জঙ্গিরা।

রাজো জেলের এক আধিকারিক বলেন, “সোমবার ভোরে ভূমিকম্পে ভীষণভাবে কেঁপে উঠেছিল রাজো জেল। তীব্র কম্পনে জেলের দেওয়াল, দরজা ভেঙে গিয়েছিল। আর সেই সুযোগে গরাদের পেছনে থাকা কয়েকজন জঙ্গি জেলের ভিতর তাণ্ডব শুরু করে। তার ফলে লোহার গরাদগুলি আরও আলগা হয়ে যায়। তখনই গেট ভেঙে পালিয়ে যায় বেশ কয়েকজন জঙ্গি।” আরও স্পষ্ট করে তিনি বলেন, “প্রায় ২০ জন বন্দি জেল থেকে পালিয়েছে। তারা সকলেই আইএস জঙ্গি বলে মনে করা হচ্ছে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours