মার্চে হবে মেয়েদের আইপিএল। ১৩ ফেব্রুয়ারি মুম্বইতে নিলাম। সর্বাধিক বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। উইমেন্স প্রিমিয়ার লিগের অকশনে ৫০ লক্ষ-র ব্র্যাকেটে রেজিস্ট্রেশন করেছেন মোট ২৪ জন ক্রিকেটার। বাংলার ক্রিকেটারদের মধ্যে রয়েছেন দীপ্তি শর্মা, রিচা ঘোষ, হৃষিতা বসু, তিতাস সাধু, সুকন্য়া পারিদা, গওহর সুলতানা, ধারা গুজ্জর, ষষ্ঠী মণ্ডল, পর্ণা পাল, ঝুমিয়া খাতুন, মিতা পাল, সাইকা ইসাক।


মেয়েদের ক্রিকেটে নতুন দিগন্ত খুলছে। বহুদিন থেকেই পরিকল্পনা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। অবশেষে এ বার হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের ঢাকে কাঠি আগেই পড়েছিল। শুধু ভারতীয় ক্রিকেটাররাই নন, বিশ্বের অন্যান্য় মহিলা ক্রিকেটাররাও মুখিয়ে ছিলেন ভারতীয় বোর্ডের এই উদ্যোগের দিকে। মার্চে হবে মেয়েদের আইপিএল। ১৩ ফেব্রুয়ারি মুম্বইতে নিলাম। সর্বাধিক বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। উইমেন্স প্রিমিয়ার লিগের অকশনে ৫০ লক্ষ-র ব্র্যাকেটে রেজিস্ট্রেশন করেছেন মোট ২৪ জন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর, সহ অধিনায়ক স্মৃতি মন্ধানা, সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক শেফালি ভার্মা। এ দিন বিস্তারিত তালিকা প্রকাশিত হয়েছে। বোর্ডের ই-মেল এবং সম্পূর্ণ তালিকা এসেছে

মেয়েদের উদ্বোধনী প্রিমিয়ার লিগ হবে ৪-২৬ মার্চ। সব মিলিয়ে মোট ২২টি ম্যাচ। টিভি নাইন বাংলা আগেই লিখেছিল, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই যেহেতু এই টুর্নামেন্ট, তাই একটি শহরেই ম্যাচ করার ভাবনা রয়েছে বোর্ডের। তেমনই জানানো হল সরকারি ভাবেও। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়াম এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ম্যাচগুলি। নিলামের জন্য় প্রাথমিক ভাবে আবেদন করেছিলেন ১৫২৫ জন। নিলামের ফাইনাল লিস্টে নাম রয়েছে দেশ-বিদেশের মোট ৪০৯ জন প্লেয়ারের। এর মধ্যে ২৪৬ জন ভারতীয় ক্রিকেটার। বাকি ১৬৩ জন বিদেশি। এর মধ্যে ৮ জন রয়েছে আইসিসি সহযোগী দেশের। মোট সংখ্যার ২০২ জন আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন। আনক্য়াপড প্লেয়ার ১৯৯ জন।

উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে পাঁচটি দল অংশ নেবে। সব মিলিয়ে সুযোগ পাবেন ৯০ জন। অর্থাৎ প্রতিটি দলে ১৮ জন। ৯০ জনের মধ্যে সর্বাধিক ৩০ জন বিদেশি প্লেয়ার। নিলামে সর্বাধিক বেস প্রাইস ৫০ লক্ষ। এই ব্র্যাকেটে রয়েছেন ২৪জন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর, শেফালি ভার্মা, দীপ্তি শর্মার মতো ক্রিকেটাররা। বিদেশিদের মধ্যে সর্বাধিক বেস প্রাইসের ব্র্য়াকেটে রয়েছেন ১৩জন। এর মধ্যে রয়েছেন অজি অলরাউন্ডার এলিস পেরি, ইংল্য়ান্ডের বাঁ হাতি স্পিনার সোফি এক্লেস্টন, নিউজিল্য়ান্ড অধিনায়ক সোফি ডিভাইন এবং ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্র ডটিনরা। ৪০ লক্ষ টাকার বেস প্রাইসে রয়েছেন ৩০ জন ক্রিকেটার। সর্বনিম্ন বেস প্রাইস ১০ লক্ষ টাকা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours