এবার মাধ্যমিকে মোট পরীক্ষার্থী রয়েছে ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন। তাদের মধ্যে ছাত্র রয়েছে ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন।


 ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্য়মিক (Madhyamik 2023)। তার জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেনের স্টপেজ বাড়ানো হল। সোমবারই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেলের তরফে। সেখানে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সকাল ১০টা থেকে ১১টা ৪৫ পর্যন্ত এবং বেলা ৩টে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত একাধিক ইএমইউ/প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ বাড়ানো হবে। শিয়ালদহ-রানাঘাট সেকশনে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা এবং বারাসত-বনগাঁ সেকশনে বিভূতিভূষণ হল্টে ট্রেনগুলি দাঁড়াবে। ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি, ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চ এবং ৪ মার্চ – এই আটদিন ট্রেনগুলি এই স্টেশনগুলিতে দাঁড়াবে।





০৩১১৫ শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার দাঁড়াবে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া স্টেশনে

৩১৫১৯ শিয়ালদহ-শান্তিপুর থামবে জগদ্দলে।

৩৩৮৩৩ শিয়ালদহ-বনগাঁ থামবে বিভূতিভূষণ হল্টে।

০৩১৯৩ কলকাতা-লালগোলা মেমু প্যাসেঞ্জার থামবে পায়রাডাঙায়।

৩১৬২৩ শিয়ালদহ-রানাঘাট থামবে জগদ্দলে।

৩১৩২০ কল্যাণী সীমান্ত-শিয়ালদহ থামবে কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায়।

৩১৮২২ কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ থামবে জগদ্দলে।

০৩১৮৪ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার থামবে পায়রাডাঙায়।

৩৩৮৩২ বনগাঁ-শিয়ালদহ থামবে বিভূতিভূষণ হল্টে।

০৩১৯৬ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার থামবে কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায়।

৩১৮২৮ কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ থামবে কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায়।

৩১৫২৮ শান্তিপুর-শিয়ালদহ থামবে জগদ্দলে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours