বায়োপিক তৈরির শুরুতে তা নিয়ে ব্য়াপক উৎসাহিত ছিলেন শোয়েবও। কিন্তু কী কারণে তিনি ক্ষুদ্ধ তা অবশ্য নির্দিষ্ট করেননি শোয়েব।
আমি আর এর সঙ্গে যুক্ত নেই…। তাঁর জীবন নিয়ে কাহিনী। অথচ বায়োপিকের সঙ্গে যুক্ত থাকছেন না পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। সাফ জানিয়ে দিয়েছেন, এর সঙ্গে তিনি কোনও ভাবেই আর থাকছেন না। এমন কী হল! ক্রিকেট কেরিয়ারে অনেক বাঘা বাঘা ব্য়াটসম্য়ানদের সামলেছেন। তাঁর এক্সপ্রেস গতি, পাঁজর লক্ষ্য করে ধেঁয়ে আসা ডেলিভারিতে হাড়হিম হয়েছে অনেক ব্য়াটসম্যানের। তিনিই কেন হঠাৎ এভাবে পিছু হঠলেন! অথচ অনেক ঘটা করেই শুরু হয়েছিল শোয়েব আখতারের বায়োপিকের কাজ। জোরকদমে চলছিল শুটিং। হঠাৎ কেন পরিস্থিতি এমন হল! কী জানাচ্ছেন শোয়েব নিজে? তুলে ধরল

দেশের হয়ে ৪৬টি টেস্ট, ১৬৩ ওয়ান ডে এবং ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব আখতার। বিশ্ব ক্রিকেটে দ্রুত তম ডেলিভারির রেকর্ড তাঁর দখলে। ১৬১ কিমি/ঘণ্টায় বোলিং করেছিলেন। সেই ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ হঠাৎই পিছু হঠলেন তাঁর বায়োপিক নিয়ে। এমনটা নিজেই ঘোষণা করেছেন। কেন এমন সিদ্ধান্ত? শোয়েব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর বায়োপিক রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন। আরও লিখেছেন, ‘বেশ কিছু বিষয়ে মতবিরোধ চলছিল। অনেক চেষ্টা করেও তার সমাধান হয়নি। বারবার চুক্তিভঙ্গ করা হয়েছে। সে কারণেই আমি এই প্রোজেক্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours