এ বার চোটের তালিকায় অ্যালেক্স তেলেস এবং গ্যাব্রিয়েল জেসুস। চোটের গভীরতা এতটাই...

ব্রাজিল কার্যত মিনি হাসপাতাল। চোট রয়েছে দলের তারকা ফুটবলার নেইমারের। তিনি কবে ম্যাচে ফিরতে পারবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। চোট রয়েছে অ্যালেক্স স্যান্ড্রো এবং দানিলোরও। এ বার চোটের তালিকায় অ্যালেক্স তেলেস এবং গ্যাব্রিয়েল জেসুস। চোটের গভীরতা এতটাই, দু-জনই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন। নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়েছিল ব্রাজিলের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্য়ামেরুনের সে কারণেই বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষার পথে হেঁটেছিলেন ব্রাজিল কোচ তিতে। পরীক্ষার ম্যাচই বিশ্বকাপ থেকে ছিঁটকে দিল তাঁদের। বিস্তারিত

ক্যামেরুনের বিরুদ্ধে প্রথম একাদশে ৯টি পরিবর্তন করেছিলেন ব্রাজিল কোচ তিতে। পরীক্ষার ম্যাচে একঝাঁক সুযোগ নষ্ট করে ব্রাজিল। যার খেসারত দিতে হয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নকে। বিশ্বকাপের মঞ্চে প্রথম বার কোনও আফ্রিকান দেশের কাছে হার ব্রাজিলের। অ্যাডেড টাইমে গোল করে ক্যামেরুনের ইতিহাসের নায়ক ভিনসেন্ট আবুবাকার। হারের চেয়েও ব্রাজিল শিবিরে অস্বস্তি দুই ফুটবলারের চোট। স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস এবং লেফ্ট ব্যাক এই ম্যাচেই প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। আর এক ম্যাচ খেলেই ছিটকে গেলেন। প্রশ্ন উঠছে তাঁদের ফিটনেস নিয়েও। একটা ম্যাচ খেলেই কীভাবে ছিটকে যান! তাঁদের কি আগে থেকেই চোট ছিল? দু-জনেরই ডান হাঁটুতে চোট লেগেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours