সফরের দ্বিতীয় দিনে মেঘালয়ের গারো পাগাড়ের তুরায় একটি জনসভায় অংশ নিয়েছেন অভিষেক।

দুদিনের মেঘালয় সফরে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে ২০২৪-এর শুরুতে নির্বাচন রয়েছে মেঘালয়ে। তার আগে কর্মীদের উৎসাহ দিতে পৌঁছেছেন তিনি। মেঘালয়ের মানুষ যাতে তৃণমূলের ওপর আস্থা রাখতে পারে, সেটা বোঝাতে জনসভায় যোগ দিয়েছেন তিনি। সফরের দ্বিতীয় দিনে মেঘালয়ের গারো পাগাড়ের তুরায় একটি জনসভায় অংশ নিয়েছেন তিনি।


কী বললেন অভিষেক, একনজরে
বছরের পর বছর দেখেছি, পূর্ব আর উত্তর-পূর্ব ভারতকে গুরুত্ব দেওয়া হয়নি। এবার দেখিয়ে দেওয়ার সময় এসেছে যে পূর্ব আর উত্তর-পূর্ব ভারত কারও থেকে কম যায় না।
আমি খাসি, গারোয় গিয়েছিলাম। সেখানকার মানুষ তৃণমূলের প্রতি যে ভালবাসা প্রদর্শণ করেছেন, তাতে আমার মাথা নত হয়ে গিয়েছে। পরের বার এসে জয়ন্তীয়া যাব।
অনেকে বলে থাকে তৃণমূল বহিরাগত গত। আমি মনে করিয়ে দিতে চাই, ভূমিপুত্র পিএ সাংমা যখন তৃণমূলের টিকিটে লড়েন, তখন তিনি তো বহিরাগত নন। তৃণমূলের বিরুদ্ধে যাঁরা মিথ্যা অভিযোগ আনছেন, তাঁদের মুখ বন্ধ রাখা উচিত।
আমরা কয়েকশ সদস্যকে নিয়ে মেঘালয়ে সংগঠন তৈরি করেছিলাম। আর এখন সক্রিয় সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ।
মেঘালয়কে দেশের মধ্যে ১ নম্বরে নিয়ে যেতে আপনারা সবাই এগিয়ে আসুন। তৃণমূলের আদর্শ অনেক দূরে পৌঁছে গিয়েছে।
আপনারা কি চান, দিল্লিতে বসে মেঘালয়কে শাসন করা হোক? মেঘালয়কে শাসন করবে মেঘালয়ই।
বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘শুধু দিল্লিতে আর সোশ্যাল মিডিয়ায় থেকে রাজনীতি করা যায় না, রাজনীতি করতে গেলে মাটিতে নামতে হয়।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours