একটি ধবধবে সাদা রঙের জুতো। জুতোর গোড়ালির দিকের অংশের নিচে দেওয়া রয়েছে অ্যাডিডাস সংস্থার লোগো ও তার নিচে কালো রঙের কালিতে লেখা 'অজিতদাস'! বিচিত্র ও মজাদার এই পোস্টটি ঘিরে এখন নেটপাড়ায় হাসির রোল উঠেছে।

ঝাঁ চকচকে শপিং মল বা ব্র্যান্ডের দোকান থেকে কেনাকাটার করার থেকে কলকাতার নিউমার্কেটের নামী-দামি ব্র্যান্ডের অনুকরণে বহু জিনিস কেনায় বিশ্বাসী বহু বাঙালি। নকলের কোনও জিনিসের দামের কোনও সীমা নেই। সেক্ষেত্রে দরদাম করে পছন্দ মত জিনিস কিনে মনকে তৃপ্ত করায় বেশি খুশি থাকে মধ্যবিত্তরা।সেখানে ফ্যাশনের ফারাক পড়ে না। মনেও হবে না আপনি ব্র্যান্ডেড পড়েছেন না পাতি সস্তার জ্যাকেট বা জুতো পড়েছেন। তাছাড়া আসলের থেকে নকল জিনিসের রমরমিয়ে বাজার চলছে। তাই কোনটা নকল আর আসল তা বিচার করা দুঃসাধ্য। তবে নকলের আবার হেরফের আছে।

মুষ্টিমেয় ব্যবসায়ী লাভের আশায় অভিনব পদ্ধতিতে ব্যান্ডেড জিনিসের নকল পণ্য তৈরি করে। সাধারণত ব্র্যান্ডের নাম নকল করে পণ্য নির্মাণ করা হয়ে থাকে। তবে এবার ঘটেছে এক জনপ্রিয় ও বিখ্যাত স্পোর্টস সামগ্রী প্রস্তুতকারীর নামকে ব্যবহার করে। জার্মান সংস্থা অ্যাডিডাস লিমিটেডের নকল নাম করে পণ্য বিক্রির ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল।



সম্প্রতি ভারতের অন্যতম শিল্পপতি আনন্দ মহিন্দ্রা স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাসের ব্র্যান্ডের লোগো-সহ নকল নাম ব্যবহার করে একটি জুতোর ছবি শেয়ার করেছেন। দূর থেকে দেখলে ঘুণাক্ষরে কেউ বুঝতেও পারবেন না এটি আদৌও অ্যাডিডাস লেখা না অজিতদাস! জুতোয় সাটানো লোগো অ্যাডিডাসের হলেও নাম বদলে হয়েগিয়েছে ‘অজিতদাস’। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

আনন্দ মহিন্দ্রার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, একটি ধবধবে সাদা রঙের জুতো। জুতোর গোড়ালির দিকের অংশের নিচে দেওয়া রয়েছে অ্যাডিডাস সংস্থার লোগো ও তার নিচে কালো রঙের কালিতে লেখা ‘অজিতদাস’! বিচিত্র ও মজাদার এই পোস্টটি ঘিরে এখন নেটপাড়ায় হাসির রোল উঠেছে। এই প্রথমবার মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান এমন বিচিত্র পোস্ট শেয়ার করেছেন তা নয়। বরং তিনি মাঝেমধ্য়েই ভাইরাল হওয়া পোস্ট শেয়ার করেন। এমনকি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা ও বিশ্ব রাজনীতি নিয়েও মন্তব্য করে থাকেন। তবে এই সপ্তাহে সস্তার নকল জুতো পোস্ট করে ফের একবার সকলের নজরে চলে এসেছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours