পুরো ক্রীড়াজগতই এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের (Imran Khan) উপর হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটাররা। ১৯৯২ সালে (1992 World Cup) ইমরানের নেতৃত্বেই ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান (Pakistan)। এ দিন ইমরানের খানে কনভয়ে গুলি চলে। তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে। রাজধানী ইসলামাবাদে এক প্রতিবাদযাত্রায় ছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্বজয়ী অধিনায়ক। তাঁর উপর হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। শুধুমাত্র পাকিস্তান ক্রিকেটাররাই নন, পুরো ক্রীড়াজগতই এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন।


 ইমরান খানের উপর এই আক্রমণের ঘোরতর নিন্দা করছি। ওঁর জন্য প্রার্থনা করি। সেই সঙ্গে এই হামলায় যাঁরা আহত হয়েছে, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। পাকিস্তানকে রক্ষা করুন ঈশ্বর।

শোয়েব আখতার: এই মাত্র শুনলাম, ইমরান খানের উপর হামলা হয়েছে। উনি সুস্থ ও ভালো আছেন। এই জঘন্য হামলার তীব্র নিন্দা করছি।

মহম্মদ হাফিজ: ইমরান খানের উপর জঘন্য হামলার ঘোরতর বিরোধীতা করছি। প্রার্থনা করি উনি যেন ভালো থাকেন। আশা করি সুস্থ আছেন।

সৈয়দ আজমল : ওঁর উপর আক্রমণের তীব্র নিন্দা করছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours