ট্রেকিং (Trekking) করা এক নেশা। সেই নেশাই যে এত বড় বিপর্যয় নিয়ে আসবে তা কল্পনাও করতে পারেনি কেউ। পাহাড়ে ট্রেকের নেশায় স্বামী এবং কন্যা নিয়েই ট্রেকিংয়ে যান কসবার বেদিয়াডাঙার বাসিন্দা দীপাঞ্জনা বন্দ্যোপাধ্যায় । সঙ্গী ছিলেন বেশ কয়েকজন বন্ধুরাও। কিন্তু ভালবাসার নেশাই শেষমেশ জীবন কাড়ল।                                           

জানা যায় আয়কর দফতরের অফিসার দীপাঞ্জনা ৫ নভেম্বর, দেরাদুনের মৌলি থেকে ট্রেকিং শুরু করেন। বয়সও যে খুব বেশি তাঁর তা নয়। পয়ত্রিশ বছর বয়সি এই অফিসারের ট্রেকিং করার সময় আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। দুপুরে মৃত্যু হয় কেন্দ্রীয় সরকারি অফিসারের। মৃতদেহ আনতে দেরাদুন রওনা দিয়েছে মৃতের পরিবার। দেহ ফেরাতে রাজ্য সরকারের সহযোগিতা চাইছে তারা।

আরও পড়ুন, আন্দোলনকারী চাকরিপ্রার্থীকে কামড় বিতর্কে অভিযুক্ত কনস্টেবল ইভা থাপাকে তলব 

মেয়ের মৃত্যুর খবর পেয়ে শোকে মুহ্যমান পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন মা। আর্তি একটাই- "আমি আর পারছি না। আমার মেয়ে যেন তাড়াতাড়ি ফিরে আসে।" ময়নাতদন্তের পর যাতে দেহ যত দ্রুত সম্ভব বাড়িতে নিয়ে আসা যায়, সেই চেষ্টাই চলেছে। 

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours