টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের হারের পর টুইট করলেন বাংলার পেসার মহম্মদ সামি। হু হু করে ছড়িয়ে পড়ল সেই টুইট। কী এমন লিখলেন সামি?


শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফদের দুর্দান্ত বোলিং। তা সত্ত্বেও আটকানো গেল না বেন স্টোকসদের। রবিবাসরীয় মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) ফাইনালে ৫ উইকেটে ম্যাচ হেরে খেতাব হাতছাড়া করেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাকিস্তানের সামনে সেমিফাইনালের দরজা খুলে দিয়েছিল নেদারল্যান্ডস। তবে শেষ পর্যন্ত ট্রফি নিয়ে পাকিস্তানে ফেরা হল না। স্বপ্নভঙ্গের যন্ত্রণায় কাতর পাকিস্তান টিম। মন খারাপের পাহাড় মেলবোর্নে উপস্থিত এবং টিভির সামনে বসে পড়া পাক সমর্থকদের মনে। দেশবাসীর মতোই হৃদয় ভেঙে গিয়েছে প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের (Shoaib Akhtar)। টুইটারে কোনও ভিডিয়ো দেননি বা একটি শব্দও লেখেননি। মনের অবস্থা বুঝিয়েছেন লাল হৃদয় ভেঙে যাওয়ার ইমোজি দিয়ে। অপ্রত্যাশিতভাবে সেই শোয়েবের টুইটের রি টুইট করলেন বাংলার পেসার মহম্মদ সামি (Mohammed Shami)। বলতে গেলে ‘কাটা ঘায়ে নুনের ছিটে’ দিয়েছেন জাতীয় দলের তারকা পেসার। আগুনের মুহূর্তে ছড়িয়ে পড়েছে সেই টুইট। পাকিস্তানিদের রোষের মুখেও পড়েছেন। কী এমন লিখলেন সামি? তুলে ধরল

চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হারের পর টুইটার জুড়ে ফাইনাল সংক্রান্ত পোস্টের ঝড় উঠেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের ১০ উইকেটে হারের পর পাকিস্তানিদের চরম কটাক্ষের মুখে পড়তে হয় ভারতীয়দের। একটি ভিডিয়োতে শোয়েব আখতার সেমিফাইনালে ভারতীয় দলের একাদশ নিয়ে কটাক্ষ করেন। বিশেষ করে মহম্মদ সামিকে খেলানো নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে। স্বাভাবিকভাবেই সামি তা ভালো চোখে দেখেননি। বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের হারের পর শোয়েবের উপর ‘প্রতিশোধ’ নিলেন ভারতীয় দলের পেসার। শোয়েবের টুইট শেয়ার করে সামি লেখেন, “সরি ব্রাদার। একেই বলে কর্মফল।” পোস্টের কমেন্ট বক্সে ভারতীয় ও পাকিস্তানি সমর্থকদের মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। ভারতীয়দের সমর্থন পেয়েছেন। অন্যদিকে পাকিস্তানিদের রোষের মুখে পড়েছেন সামি।

টুর্নামেন্টের সূচনা থেকেই শোয়েব আখতারের টার্গেট ছিল ভারতীয় দল। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাকিস্তানের হারের পর ভারতের হার কামনা করেছিলেন শোয়েব। “ভারত কোনও আহামরি দল নয়”, “সেমিফাইনাল হেরে ওরা ফিরবে” — এমন বিভিন্ন মন্তব্য শোনা গিয়েছে প্রাক্তন পাক ক্রিকেটারের গলায়। মনে করা হচ্ছে সেসবেরই জবাব দিলেন সামি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours