টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আর বাকি তিন ম্যাচ, দুই সেমিফাইনাল ও ফাইনাল। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে মাঠে নামবে পাকিস্তান (NZ vs PAK), বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারত (IND vs ENG)। তবে সেমিফাইনালে পৌঁছেও চিন্তার কারণ বৃ্ষ্টি। এই বিশ্বকাপে ইতিমধ্যেই বৃষ্টির জেরে একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। সেমিফাইনালেও যদি বৃষ্টির জেরে ম্যাচ খেলা সম্ভব না হয়, তাহলে কী হবে? কোন দল পৌঁছবে ফাইনালে?

ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

গ্রুপ পর্ব এবং সুপার ১২-এ কোনও রিজার্ভ ডে ছিল না। তবে আইসিসির তরফে বিশ্বকাপের নক আউট ম্যাচগুলি অর্থাৎ দুই সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিডার্ভ ডে রাখা হয়েছে। বৃষ্টির জন্য যদি নির্ধারিত দিনে খেলা সম্ভব না হয়, তাহলে তার পরের দিন রিজার্ভ ডেতে একই জায়গা থেকে ফের একবার ম্যাচ শুরু হবে। তবে যদি রিজার্ভ ডেতেও খেলা সম্ভব না হয়? তখন যে দল সুপার ১২ গ্রুপে আগে শেষ করেছিল, সেই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এবং সেই ফাইনালে পৌঁছে যাবে। ভারতের ম্যাচ ভেস্তে গেলে যেহেতু গ্রুপ ২-এ শীর্ষস্থানে শেষ করেছিল ভারতীয় দল, তাই ইংল্যান্ড নয়, ভারতই ফাইনালে নিজেদের স্থান পাকা করবে।

অপরদিকে, একই পরিস্থিতিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে কেন উইলিয়ামসনদের জয়ী ঘোষণা করা হবে। তাঁরা গ্রুপ ১-এ শীর্ষে শেষ করেছিল। তবে ফাইনালে ম্যাচ ভেস্তে গেলে কিন্তু নিয়ম ভিন্ন। ফাইনালেও যদি নির্ধারিত দিন এবং রিজার্ভ ডে মিলিয়েও ম্যাচ শেষ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে দুই দলকেই যুগ্মভাবে বিশ্বচ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। রবিবার ১২ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল
সেমিফাইনালে ভারতীয় দলে বদল?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম একাদশে পরিবর্তন করতে পারে ভারত? রোহিত শর্মাদের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সেরকমই ইঙ্গিত দিয়েছেন। জিম্বাবোয়েকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭১ রানে হারিয়ে দ্রাবিড় বলেছেন, 'আমাদের দলের মোট ১৫ সদস্যকে নিয়েই আমরা খোলামেলা থাকছি। আমাদের বিশ্বাস, ১৫ জনের মধ্যে থেকে যেই প্রথম একাদশে সুযোগ পাক না কেন, আমাদের দুর্বল করে ফেলবে না। সেভাবেই দল বাছা হয়েছিল। যাকে প্রয়োজন হবে তাকেই নেওয়া হবে আর তাতে দল এতটুকু দুর্বল হবে না। তবে অ্যাডিলেডের পিচ ও পরিবেশ-পরিস্থিতি কেমন থাকে সেটা দেখতে হবে। আমি অ্যাডিলেডে কয়েকটা ম্যাচ দেখেছি। উইকেট সামান্য মন্থর। বল ঘুরছেও। আমরা অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে যে পিচে খেলেছিলাম সেটায় বল ঘোরেনি। এবার সম্পূর্ণ অন্য পিচে খেলা হতে পারে। একটা ম্যাচের পর অন্য মাঠে কী হবে বলে দেওয়া যায় না।'

বৃহস্পতিবার ভারতের শেষ চারের লড়াই। তার আগে দ্রাবিড় বলছেন, 'আমাদের হাতে দুদিন মতো সময় আছে। উইকেট দেখে তারপর সিদ্ধান্ত নেব। মন্থর পিচ হলে সেই মতো দল তৈরি হবে। অন্যরকম কিছু হলে সেই অনুযায়ী দল সাজানো হবে।'
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours